কলকাতা কথকতা

কলকাতা কথকতা

খুলতে পারে মেট্রো, পানশালা, সিনেমা হলে - না

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা

২০২০-০৮-২৫

ভারতে করোনা আনলক ফোর এ খুলতে পারে মেট্রো রেল,  পানশালা৷  তবে,  সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনে সিনেমা হল খোলার ব্যাপারে হল মালিকদেরই আপত্তি থাকায় হল এবং মাল্টিপ্লেক্স এখনই  খুলছে না৷   শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে দ্বিমত আছে৷  ছোটদের স্কুল আপাতত বন্ধ রাখায় সবাই একমত হলেও,  বড়দের কলেজ সপ্তাহে তিনদিন খোলার ব্যাপারে অনেকেই মতপ্রকাশ করছেন৷   ভারতে আনলক -  ফোর শুরু হচ্ছে পয়লা সেপ্টেম্বর৷  ওইদিন থেকেই নিয়মবিধি মেনে মেট্রো চালু করার পক্ষে কেন্দ্রীয় সরকার৷  দুটি ট্রেন এর মধ্যবর্তী সময় কমানো হবে৷  ভেন্ডিং মেশিন থেকে টিকিট কিনতে হবে৷ মেট্রোর কামরার তাপমান রাখতে হবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস,  প্রতিটি কামরায় থাকবে অটোমেটেড থার্মাল গান৷ এই সব বিধি মেনে  মেট্রো চলবে৷   পানশালা বা বার খোলার ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হতে  পারে৷  কলকাতা ছাড়াও বড় শহরগুলোর রেস্তোরাঁ ও বার  এসোসিয়েশন  পানশালা খোলার জন্যে দরবার করেছে সরকারের কাছে৷  মার্চ  থেকে ব্যবসা বন্ধ থাকায় তাদের নাভিশ্বাস উঠেছে৷  তাই,  তারা সামাজিক দূরত্ব মেনে বার খোলার আবেদন জানিয়েছে৷  একই সঙ্গে  দেশি -  বিদেশি মদের ওপর ত্রিশ শতাংশ করোনা ট্যাক্স প্রত্যাহার করছে রাজ্য সরকার৷ পয়লা সেপ্টেম্বর  থেকেই কর উঠে যেতে পারে৷  ফলে, রাজ্যে মদের বিক্রি বাড়বে বলে অনুমান৷  মেট্রো এবং বার খোলার প্রস্তাব থাকলেও সিনেমা হল এবং মাল্টিপ্লেক্স এখনই  খুলছে না ৷  হল মালিকরাই পঞ্চাশ শতাংশ আসন ফাঁকা রেখে হল খুলতে নারাজ৷  অন্যদিকে ছোটদের স্কুল খুললে সংক্রমণ ছড়াতে পারে বলে সেগুলো বন্ধই রাখা  হচ্ছে৷   তিনদিন কলেজ খোলার প্রস্তাবটি বিবেচনাধীন ৷
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status