ভারত

ফের উত্তপ্ত লাদাখ, ভারত-চীন সেনা সংঘর্ষ, সীমান্তের কাছে আকাশে চীনা ফাইটার জেট

বিশেষ সংবাদদাতা, কলকাতা

২০২০-০৮-৩১

আড়াইমাস পরে ফের উত্তপ্ত হল পূর্ব লাদাখ।  গত ১৫ই জুন গালওয়ান উপত্যকায়  চীনের সঙ্গে সংঘর্ষে কুড়ি জন ভারতীয় সেনা শহীদ হয়।  এরপর দু'দেশের মধ্যে শান্তি প্রক্রিয়া শুরু হয়।  দুই সেনাবাহিনীই  রিট্রিট করে।  কিন্তু ঊনত্রিশ অগাস্ট রাতে আবার সংঘর্ষ শুরু হয়।   ভারতীয় সেনাবাহিনী একটি বিবৃতিতে  জানাচ্ছে যে প্যাংগং সো লেক এর  দক্ষিণ দিকে চীনের পিপলস লিবারেশন আর্মি সব আলোচনা ভেঙে ভারত ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করে।   ভারতীয় সেনাবাহিনী চীনা সেনাদের অভিপ্রায় বুঝতে পেরে বাধা দেয়।  দু'পক্ষের সংঘর্ষ শুরু হয়।  রাতভর এই সংঘর্ষে কোনও জীবনহানীর ঘটনা ঘটেনি।  এই ঘটনার পর প্যাংগং সো বরাবর সীমান্তে চীন তাদের জে - টোয়েন্টি ফাইটার জেট এর একটি বহরকে মোতায়েন করেছে।  তারা সীমান্তের কাছে চীনা আকাশসীমায় মহড়া দিচ্ছে।  ভারতীয় সেনাপ্রধান এমএম নাভরানে  সেনাবাহিনীর সব ডিভিশনকে তৈরি থাকার নির্দেশ দিয়েছেন।  সোমবার চুসুলে দু'দেশের সেনাকর্তাদের ফ্ল্যাগ মিটিং হয়েছে সীমান্তে শান্তি বজায় রাখার জন্যে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status