× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

রাষ্ট্রীয় মর্যাদায় পঞ্চভূতে বিলীন হয়ে গেলেন প্রণব মুখোপাধ্যায়

ভারত

বিশেষ সংবাদদাতা, কলকাতা
(৩ বছর আগে) সেপ্টেম্বর ১, ২০২০, মঙ্গলবার, ৪:০৮ পূর্বাহ্ন

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মঙ্গলবার দুপুরে শেষকৃত্য সম্পন্ন হল প্রণব মুখোপাধ্যায় এর  নয়াদিল্লির লোদি রোড মহাশ্মশানে। কোভিড বিধি  জারি থাকায় মুষ্টিমেয় মানুষের উপস্থিতিতে  গান স্যালুট দেয় সেনাবাহিনী।  জাতীয় পতাকায় আচ্ছাদিত দেহটি শকট থেকে নামানোর সময় ধ্বনি ওঠে,  প্রণব দা অমর রহ। সকালেই তাঁর দশ নম্বর রাজাজি মার্গের বাসভবনে গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন রাষ্ট্রপতি  রামনাথ কোবিন্দ,  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,  উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু,  প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং,  সাংসদ অধীর রঞ্জন চোধুরী প্রমুখ।  চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত  ছাড়াও  শ্রদ্ধা জানিয়ে যান,  সেনাবাহিনীর প্রধান এম এম নাভরানে,  বায়ু সেনার প্রধান  আর কে এস ভাদুরিয়া ও নৌ সেনার  প্রধান এডমিরাল কর্মজিৎ সিং। পিপিই পরিধানে বাহকেরা করোনার কারণে কামানবাহী শকটের  পরিবর্তে ভ্যানে করে     নশ্বর দেহটি নিয়ে আসে লোদি রোড মহাস্মশানে।  সেখানেই চিরতরে বিদায় দেয়া হয় প্রণব  বাবুক। মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে  দুমিনিট মৌন পালন করা হয় প্রাক্তন রাষ্ট্রপতির স্মরণে। আমেরিকা,  রাশিয়ার পক্ষ থেকে শোকবার্তা এসে পৌছায়  কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে। নয়াদিল্লির বাংলাদেশ দূতাবাস একটি শোকসভার আয়োজন করেছে বুধবার।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর