× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

কলকাতা কথকতা /বিজেপি নেত্রী গুলিবিদ্ধ, পশ্চিমবঙ্গ অগ্নিগর্ভ

কলকাতা কথকতা

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা
(৩ বছর আগে) সেপ্টেম্বর ৮, ২০২০, মঙ্গলবার, ১২:১৯ অপরাহ্ন

কলকাতার উপকণ্ঠে বিষ্ণুপুর ৷ আর এই বিষ্ণুপুরের রঘুদেবপুরে যত কাণ্ড৷  সোমবার ঘোর  লকডাউন  এর মধ্যে একদল দুষ্কৃতি রাধারানী নস্করের বাড়িতে চড়াও হয়ে তাঁকে মারধর করে৷   পরে,  মাথার পিছনদিকে গুলি করে চম্পট দেয় বাইকে করে৷  আহত রাধারানীকে নিয়ে যাওয়া হয়  স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে৷  কিন্তু অবস্থার অবনতি হওয়ায়  তাঁকে রাতেই নিয়ে আসা হয় কলকাতার এস এস কে এম হাসপাতালে৷   তাঁর অবস্থা আশংকাজনক ৷   রাধারানী নস্কর বিজেপি এর  বিষ্ণুপুর বুথ কমিটির সহ সভাপতি৷  বিজেপি মহিলা মোর্চার কোষাধ্যক্ষ ৷ তাঁর স্বামী অরুন নস্কর বুথ কমিটির সভাপতি৷  অরুন  নস্করকে খুনের ছক করেই দুষ্কৃতিরা এসেছিলো বলে দাবি৷   বিজেপি এই ঘটনার পিছনে তৃণমূলের হাত দেখছে ৷  তৃণমূল যথারীতি অভিযোগ অস্বীকার করছে৷  সোমবার রাতেই বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল এস এস কে এম হাসপাতালে পৌঁছান৷  বিজেপি এর রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন,  মমতা বন্দোপাধ্যায় এর রাজ্যে  হিংসাই শেষ কথা বলে৷  মঙ্গলবার বিজেপি নেতারা বিষ্ণুপুর থানায় প্রতিবাদ জানাবেন৷  দলে থাকছেন সাংসদ অর্জুন সিংও৷  রাজ্যজুড়ে বিজেপি কর্মীদের ওপর আক্রমণের প্রতিবাদ করার সিদ্ধান্তও নেয়া হয়েছে৷   তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেছেন,  এই ঘটনায় দোষীরা কেউ ছাড়  পাবে না৷
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর