× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

জঙ্গিবাদ নিয়ন্ত্রণে সরকারের সঠিক নীতি বাস্তবায়ন দরকার: অধ্যাপক ড. জিয়া রহমান

শিক্ষাঙ্গন

মো.জয়নাল উদ্দীন
(৩ বছর আগে) সেপ্টেম্বর ১২, ২০২০, শনিবার, ৯:৩৯ পূর্বাহ্ন

বর্তমান সময়ে যুবকদেরকে জঙ্গিবাদে অন্তভুক্ত করার জন্য বিভিন্ন তথ্য প্রযুক্তির আশ্রয় নেয়া হচ্ছে। জঙ্গিবাদ শুধু এদেশের সমস্যা নয় বরং সারা বিশ্বের সমস্যা বিশেষ করে ৯/১১ পরবর্তী বিশ্বে জঙ্গিবাদ খুব ্রুত ছড়িয়েছে। জঙ্গিবা নিয়ন্ত্রণে আমাদের দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর মধ্যে সমন্বয়ের চরম অভাব রয়েছে। সে জায়গা থেকে সরকারের উচিত সঠিক নীতির প্রণয়ন ও বাস্তবায়ন দরকার বলে মন্তব্য করেন সমাজ বিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. জিয়া রহমান।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমাজ গবেষণা গ্রুপের নিয়মিত আয়োজনে তিনি আরো বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের ব্যক্তি পর্যায় থেকে জাতীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি করা এবং এ বিষয়ে সরকারকে অবশ্যই সহযোগিতা করতে হবে।

শুক্রবার রাত নয়টায় ওয়েবনারটি অনুষ্ঠিত হয়। লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক কৃষ্ণ কুমার সাহার পরিচালনায় ওয়েবনারটিতে শিক্ষক-শিক্ষার্থীসহ দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্তের সাংবাদিক, গবেষক, এনজিও কর্মী, শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

মহামারি করোনা ভাইরাসের সংকটকালে সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনার মধ্য দিয়ে শিক্ষার্থীদের জ্ঞানচর্চা চলমান রাখার লক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমাজ গবেষণা গ্রুপ  নিয়মিতভাবে ওয়েবনারের আয়োজন করে আসছে।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর