× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

কলকাতা কথকতা /পেট্রাপোলে পৌঁছিয়েছে বাংলাদেশের পূজার শুভেচ্ছা ইলিশ

কলকাতা কথকতা

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা
(৩ বছর আগে) সেপ্টেম্বর ১৪, ২০২০, সোমবার, ৯:৫৫ পূর্বাহ্ন

সোমবার সকালে পেট্রাপোল সীমান্তে যেন ইলিশ উৎসব। এদিন ভোরেই যশোরের বেনাপোল সীমান্ত পেরিয়ে এক হাজার সাড়ে চারশো টনের ইলিশের সম্ভার পৌছায় বনগাঁর পেট্রাপোলে। শেখ হাসিনার বাংলাদেশ সরকারের পূজার উপহার এই বাংলাকে।
গতবার পূজার শুভেচ্ছা ইলিশ এসেছিলো পাঁচশো টন। এবার তা অনেকটাই বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ সরকার। এর একটা উদ্দেশ্যও আছে- সীমান্ত দিয়ে ইলিশের চোরাচালান বন্ধ করা। বাংলাদেশ সরকার ২০১২ সালের ১লা অগাস্ট ইলিশসহ সব মাছের রপ্তানি বন্ধ করে ভারতে। ওই বছরেরই ২০শে সেপ্টেম্বর অন্য মাছের রপ্তানি চালু হলেও বন্ধ থাকে ইলিশ রপ্তানি।

পদ্মা-মেঘনার ইলিশের চাহিদা পশ্চিমবঙ্গে প্রবল হওয়ায় ইলিশের চোরাচালান শুরু হয়। এবার সেই স্মাগলারদের ঠাণ্ডা করতে শারদ শুভেচ্ছা ইলিশের পরিমাণ বাড়ানো হয়েছে। সোমবার বেনাপোল থেকে পাঠানো ইলিশ ৯ জন ব্যাবসায়ীর হাত ধরে যাবে কলকাতার বাজারে।
বাংলাদেশের ইলিশের পীঠস্থান পিরোজপুর, চাঁদপুর, ভোলা, বরগুনা, বরিশাল এবং পটুয়াখালীতে এখন প্রবল উৎসাহ ইলিশ ভারতে পাঠানোর। বাংলাদেশের ইলিশের একটা বড় বাজার পশ্চিমবঙ্গে। নিষেধাজ্ঞা ওঠলে তারাও উপকৃত হবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর