বাংলারজমিন
নারায়ণগঞ্জে যাত্রীবেশী ছিনতাইকারীদের হাতে অটোরিকশাচালক খুন
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে
২০২০-০৯-১৫
নারায়ণগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা চালককে হত্যা করেছে যাত্রীবেশী ছিনতাইকারীরা। এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহতের নাম বেলাল হোসেন (৩০)। ঘটনাটি ঘটেছে রোববার রাতে সদর উপজেলার ফতুল্লার বক্তাবলী নদীরঘাটে। নিহত অটোরিকশার চালক বেলাল রংপুর জেলার কাদিরাবাদ গ্রামের মৃত সেকান্দার আলীর ছেলে। তিনি ফতুল্লার মুসলিমনগর এলাকার হালিম মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। গ্রেপ্তারকৃত ছিনতাইকারীরা হলো- জাহিদ হাসান (২৭) ফতুল্লার ধর্মগঞ্জ মুন্সি বাড়ির নুরুল হকের ছেলে, মুন্সিগঞ্জের সিরাজদীখানের কালিনগর এলাকার মৃত নুর ইসলামের ছেলে রকিব (২৫)। সে চর কাশিপুর দিঘলীপট্টি এলাকার বসবাস করে। শরীয়তপুরের নড়িয়ার মৃত খলিল মোল্লার ছেলে বোরহান (২২)। সেও চর কাশিপুর এলাকার শাহিনের বাড়িতে ভাড়াটিয়া হিসাবে বসবাস করে। এ ঘটনায় নিহতের স্ত্রী আছিয়া (২১) বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে। পুলিশ জানায়, নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া থেকে রোববার রাত সাড়ে ১০টায় যাত্রী বেশে দুর্বৃত্তরা এক অটো রিকশা ৯০ টাকায় ভাড়া করে ফতুল্লার বক্তাবলি ঘাটে নিয়ে যায়। সেখানে নেয়ার পর অটোরিকশা চালক বেলাল হোসেনকে ধারালো চাকু (সুইচ গিয়ার) দিয়ে গলায়, ঘাড়ে, হাতেসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। আহত অবস্থায় বেলালকে উদ্ধার নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ফতুল্লা মডেল থানা পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সরকার জানান, একদল ছিনতাইকারী বেলালকে ছুরিকাঘাতে আহত করে। এরপর তারা অটোরিকশা নিয়ে পালানোর চেষ্টা করে। এসময় বেলালের এক বন্ধু দেখে চিৎকার করলে এলাকাবাসী এসে ছিনতাইকারীদের ধাওয়া দিয়ে তিনজনকে আটক করে।
নিহতের লুন্ঠিত অটোরিকশা, হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে।
নিহতের লুন্ঠিত অটোরিকশা, হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে।