বিনোদন

পাওলির নয়া মিশন

বিনোদন ডেস্ক

২০২০-০৯-১৬

নেটফ্লিক্সের ‘বুলবুলে’র মাধ্যমে অভিনেত্রী হিসেবে হিন্দি সিনেমায় দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালোই করেছেন পাওলি দাম। দর্শক থেকে সমালোচক, সকলেরই প্রশংসা পেয়েছেন টলিউডের অভিনেত্রী। এবার নয়া মিশনে নামলেন তিনি। পরবর্তী বলিউড সিনেমার শুটিংও শুরু করে দিলেন। আর সেই সঙ্গেই নিউ নর্মালে প্রথম আউটডোর শুটিংয়ের জন্য উড়ে গেলেন রাজস্থানের রণথম্বোরে। নীল ডেনিম ও সাদা শার্টে মাস্ক পরে বিমানবন্দরে পৌঁছেন পাওলি। বিমানে পরে নেন ফেস শিল্ডও। এভাবেই নিউ নর্মালে প্রথম বিমানযাত্রা করলেন টলিউড
অভিনেত্রী। ইনস্টাগ্রামে শেয়ারও করেছেন সেই ছবি। রণথম্বোর পৌঁছানোর পর এরইমধ্যে তিনি শুটিংও শুরু করেছেন। তবে এখনই ছবিটির বিষয়ে বিস্তারিত কিছু বলতে চান না এই অভিনেত্রী। তবে এটুকু জানিয়েছেন, থ্রিলারধর্মী হতে চলেছে তার এই নতুন ছবি। ২২শে সেপ্টেম্বর পর্যন্ত প্রথম পর্বের শুটিং হবে রণথম্বোরে। ২৩শে সেপ্টেম্বর পাওলির কলকাতায় ফেরার কথা। দ্বিতীয় পর্বের শুটিং হবে কলকাতাতেই। পুজোর মধ্যেই শুটিং করবেন পাওলি। নিউ নরমালের প্রথম বিমানযাত্রার অভিজ্ঞতা বিষয়ে পাওলি জানান, একটু আবদ্ধ লাগছিল। ভয়ও একটু লাগছিল। তবে পরিবর্তিত পরিস্থিতির দাবি মেনেই চলতে হবে আর এভাবেই নিউ নরমালকে মেনে নিতে হবে। আউটডোর শুটিংয়েও সমস্ত সুরক্ষাবিধি মানা হচ্ছে বলে জানান পাওলি। শুটিং ফ্লোরে প্রয়োজনের অতিরিক্ত কেউ থাকছেন না। বারবার স্যানিটাইজার ব্যবহার করা হচ্ছে। কলাকুশলীরা প্রত্যেকেই মাস্ক পরে থাকছেন।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status