× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

আলাপন /আমিও একজন ভিকটিম -মনিরা মিঠু

বিনোদন

এন আই বুলবুল
১৭ সেপ্টেম্বর ২০২০, বৃহস্পতিবার

টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠু। করোনাকালীন এই সময়েও টানা শুটিং করছেন তিনি। গতকাল পর্যন্ত টানা সাত দিন ‘ফ্যামিলি ক্রাইসিস’ ধারাবাহিকটির শুটিং করেছেন এ অভিনেত্রী। আজ নির্মাতা মজিবুল হকের একটি নাটকের জন্য ক্যামেরার সামনে দাঁড়াবেন। করোনাকালীন এই সময়ে টানা শুটিং অনেকেই নিরাপদ মনে করেন না। এরমধ্যে মনিরা মিঠু ব্যতিক্রম। বিষয়টি নিয়ে তিনি বলেন, আমাকে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতে হচ্ছে। শুধু পরিচালকদের কথা ভেবেই এমন করছি।
এছ্ড়াা এখানে আমি একা কিছু করতে পারি না। সবার সঙ্গে সিডিউল মিলিয়েই কাজ করতে হচ্ছে। অন্যরা যখন সিউিউল দেবেন তখন আমি না থাকলে পরিচালক অনেক সমস্যার মুখে পড়বেন। আমার জন্য কারো ক্ষতি হোক তা চাই না। এই অভিনেত্রীর হাতে বর্তমানে আছে ‘গোলমাল’, ‘চিটিং মাস্টার’, চাঁন বিরানি’, ‘ভেজাইল্লা গ্রাম’ ও ‘পরিবার’ শিরোনামের ধারাবাহিকগুলো। এই সময়ে ধারাবাহিক নাটক দর্শক ধরে রাখতে পারে না বলে কেউ কেউ মন্তব্য করেন। আবার অনেক শিল্পী বলেন ধারাবাহিক নাটকে শিল্পীদের চরিত্রে সমন্বয় থাকে না। এর কারণ কী মনে করেন? মনিরা মিঠু বলেন, এখানে আমি পরিচালকদের দোষ দেবো না। আমাদের সিস্টেম এর জন্য দায়ি। কারণ এখন সবাই ভিউ আছে এমন শিল্পীদের নিয়ে কাজ করতে চায়। যার কারণে একজন শিল্পীর হাতে অনেক কাজ থাকে। ফলে তারা ঠিক সময়ে সিডিউল মেলাতে পারেন না। অনেক সময় একইদিনে অধিক সিডিউল পড়ে যায়। তখন কারো না কারো সিডিউল বাতিল করতে হচ্ছে। এই কারণে অনেক সময় ধারাবাহিক নাটকে শিল্পীর চরিত্র ও গল্পের বাঁক বদল হয়ে যায়। এর থেকে উত্তরনের কথাও বলেন এই অভিনেত্রী। তার ভাষ্য, শুধু ভিউ হচ্ছে এই ধরনের শিল্পীদের নিয়ে কাজ করতে হবে এমন চিন্তা থেকে সরে আসা প্রয়োজন। আমাদের দক্ষ অনেক শিল্পী আছে, তাদেরও কাজের সুযোগ করে দিতে হবে। আপনিওতো ইউটিউব ভিউয়ের দৌড়ে এগিয়ে থাকা একজন শিল্পী। বিষয়টিকে কিভাবে দেখছেন? তিনি বলেন, আমিও একজন ভিকটিম। অনেকেই আমার সিউিউল চায়। কিন্তু দিতে পারছি না। এজন্য অনেকে আবার আমাকে নিয়ে নেতিবাচক মন্তব্য করে। তারা বুঝতে চায় না। আমি তাকে একদিন সিডিউল দিয়ে আবার হয়তো পরে তাকে সময় দিতে পারবো না কাজে। আমার ভিউ হচ্ছে বলেই তারা আমাকে নিয়ে কাজ করতে চাচ্ছে। অথচ অনেক গুনী শিল্পী কাজ পাচ্ছে না। টিভি নাটকের বাইরে এই অভিনেত্রী চলচ্চিত্রেও অভিনয় করছেন। তার হাতে তিনটি চলচ্চিত্র আছে। ছবিগুলো হলো- চয়নিকা চৌধুরীর ‘বিশ^ সুন্দরী’, প্রসূন রহমানের ‘ঢাকা ড্রিম’ ও হিরনের ‘আদম’।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর