× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

দৌলতপুর সীমান্তে অস্ত্র ও গুলিসহ মাদক চোরাকারবারি আটক

বাংলারজমিন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২০, শনিবার

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অস্ত্র ও গুলিসহ জনি বিশ^াস (৩০) নামে এক মাদক চোরাকারবারিকে আটক হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন জামালপুর গ্রামে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলিসহ তাকে আটক করে বিজিবি। সে একই গ্রামের মৃত জাকির বিশ^াসের ছেলে। তার বিরুদ্ধে মাদক চোরাকারবারি ও সন্ত্রাসী কর্মকা-সহ বিভিন্ন অপরাধের একাধিক মামলা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, অস্ত্র ও মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধীন জামালপুর বিওপি’র টহল কমান্ডার হাবিলদার সিরাজুল ইসলামের নেতৃত্বে বিজিবি টহল দল জামালপুর গ্রামের আকিকুজ্জামানের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ মাদক চোরাকারবারি ও সন্ত্রাসী জনি বিশ^াসকে আটক করে। এ সময় একই এলাকার ডাবলু ম-ল (৪০), ভুট্টু ম-ল (৪০), বেনজু (৩৫) ও সুমন মিয়া (৩০) নামে ৪ জন মাদক চোরাকারবারি পালিয়ে যায়।
আটক মাদক চোরাকারবারি জনি বিশ^াস সীমান্ত এলাকার শীর্ষ মাদক ও অস্ত্র চোরাকারবারি বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে। গতকাল দুপুরে আটক মাদক চোরাকারবারির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে দৌলতপুর থানায় সোপর্দ করেছে বিজিবি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর