× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

বাউফলে গুলিসহ ডাকাত আটক

বাংলারজমিন

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২০, শনিবার

পটুয়াখালীর বাউফলের তেঁতুলিয়া নদীর ইউনুচ মিয়ার চর পয়েন্টে জেলে নৌকায় ডাকাতিকালে কামাল রাঢ়ী (৫৪) নামে এক ডাকাতকে আটক করেছে জেলেরা। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আটক ওই ডাকাত পাশের ভোলা সদর উপজেলার বালিয়া গ্রামের মৃত মোখলেছ রাঢ়ীর ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে জেলে সুমন সাজ্জাল মাঝির মাছ ধরার নৌকা ঘিরে ফেলে এবং অস্ত্র তাক করে ডাকাতির চেষ্টা চালায় ৮-১০ জনের সংঘবদ্ধ একটি ডাকাত দল। এ সময় বিক্ষুব্ধ জেলে সুমন ও ফিরোজ গাজীর চিৎকার করলে নদীতে অবস্থানরত জেলেরা ছুটে আসে এবং চারদিক থেকে ওই ডাকাত দলকে ঘিরে ফেলে। এ সময়ে ডাকাত দলের অন্যরা ট্রলার চালিয়ে দ্রুত চলে যেতে সক্ষম হলেও অস্ত্রসহ নদীতে পড়ে যায় কামাল রাঢ়ী। পরে জেলেরা তাকে আটক করে নৌকায় তুলে কালিশুরী বন্দরের পুলিশ ক্যাম্পে নিয়ে আসেন। পুলিশ আটক কামাল রাঢ়ীর কাছ থেকে ৭ রাউন্ড শর্টগানের গুলি জব্দ করেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, কামাল দলদস্যু মহসিন বাহিনীর অন্যতম সদস্য। দীর্ঘদিন থেকে নদী পথে ডাকাতি ও লুটের সঙ্গে জড়িত।
ভোলা সদরসহ বিভিন্ন থানায় ডাকাতি অস্ত্র ও চুরি মামলা রয়েছে তার বিরুদ্ধে। অবৈধভাবে গুলিবহন করায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।


অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর