× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শওয়াল ১৪৪৫ হিঃ

তাড়াশে প্রতারকের বিরুদ্ধে মানববন্ধন

বাংলারজমিন

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২০, শনিবার

সিরাজগঞ্জের তাড়াশে এক প্রতারকের বিরুদ্ধে মানববন্ধন হয়েছে। শনিবার সকালে তাড়াশ প্রেসক্লাবের সামনে প্রতারকের দ্বারা প্রতারিত ভুক্তভোগীর স্বজনরা প্রতারক উল্লাপাড়া উপজেলার ফাজিলনগর গ্রামের মৃত রোকোনুজ্জামানের ছেলে মিজানুর রহমান (মিজান মাষ্টারের) বিরুদ্ধে এ মানববন্ধন করেছে। মানববন্ধনে ভুক্তভোগীর স্বজনরা বলেন, এই মিজানুর রহমান (মিজান মাষ্টার) চাকরি দেওয়ার নামে শত শত বেকার ছেলে মেয়েদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এছাড়াও জায়গা জমি জোড় করে দখল, সন্ত্রাসী কর্মকান্ড ও নওগাাঁ বাজারের প্রতারক চক্রের হোতা এই মিজান। এই প্রতারক উল্লাপাড়া উপজেলার চেংটিয়া গ্রামের মৃত আজিজুল হকের ছেলে নজরুল ইসলামের স্ত্রী সুলতানা খাতুনকে কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি দেওয়ার নামে ৯ লক্ষ ৯৩ হাজার, তাড়াশ উপজেলার পৌংরোহালী গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে শফিকুল ইসলামের নিকট থেকে ১০ লক্ষ, ঘরগ্রামের মুত খইমুদ্দিনের ছেলে সাইদুর রহমানের নিকট থেকে ৬লক্ষ ৫০ হাজার, পৌংরোহালী গ্রামের রেজাউলের স্ত্রী মাহমুদার নিকট থেকে ১০লক্ষ টাকা প্রতারনা করে নিয়েছে। ভুক্তভোগীর স্বজনরা এই প্রতারকের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়ার জন্য ও সুষ্ঠু বিচারের দাবীতে কর্তৃপক্ষের নিটক দাবি জানান।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর