দেশ বিদেশ
ঘাটাইলে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
২০২০-০৯-২০
ঘাটাইল উপজেলায় মামার বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে সোহান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলার ছুনটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের ছয়আনি বকশিয়া গ্রামের মো. ফারুক হোসেনের ছেলে। স্থানীয়রা জানায়, শিশু সোহান ঘাটাইল উপজেলার ছুনটিয়া গ্রামে মামার বাড়ি বেড়াতে এসে স্কুলের পাশে বড়খালে শাপলা তুলতে গিয়ে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন সোহানকে দেখতে না পেয়ে খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর পার্শ্ববর্তী খাল থেকে তার নিথর দেহ ভেসে ওঠে।
সে সময় স্থানীয়রা তাকে পানি থেকে ডাঙায় তুলে এনে পুরো শরীরে লবণ দিয়ে পরিবার ও গ্রামের লোকজন চিকিৎসা দিতে থাকে। তারপরও শিশুটির কোনো সাড়াশব্দ না পেয়ে দ্রুত তাকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
সে সময় স্থানীয়রা তাকে পানি থেকে ডাঙায় তুলে এনে পুরো শরীরে লবণ দিয়ে পরিবার ও গ্রামের লোকজন চিকিৎসা দিতে থাকে। তারপরও শিশুটির কোনো সাড়াশব্দ না পেয়ে দ্রুত তাকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।