× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

নিজেদের অর্জনকেও প্রশ্নবিদ্ধ করলেন সালাউদ্দিন!

খেলা

স্পোর্টস রিপোর্টার
২০ সেপ্টেম্বর ২০২০, রবিবার

গত ১২ বছর ধরে বাংলাদেশের ফুটবলের শীর্ষ পদে আছেন কাজী মো. সালাউদ্দিন। প্রস্তুতি নিচ্ছেন আগামী চার বছরের দায়িত্ব নেয়ার। তার আমলে জাতীয় দল বলার মতো কোনো সফলতা পায়নি। ফিফা র‌্যাঙ্কিংয়েও তলানিতে পৌঁছেছে বাংলাদেশ। উঠে আসেনি একজন সালাউদ্দিন, সালাম মুশের্দী, চুন্নু, আসলামের মতো তারকা। যাদের খেলা দেখতে স্টেডিয়ামে হাজির হবেন দর্শক। এসময় তারকা ফুটবলার উঠে না আসার পেছনে মিডিয়ার দায় দেখছেন তিনি। আর জাতীয় দলের ব্যর্থতা ঢাকতে নিজেদের অর্জনকে প্রশ্নবিদ্ধ করেছেন বাফুফে সভাপতি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালাউদ্দিন বলেন, আগে জাতীয় দল যে ম্যাচ খেলতো তার বেশির ভাগই ছিল বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় কিংবা ক্লাবদল।
তখন ওইসব দলের বিপক্ষে জিতে বাহবা কুরাতাম আমরা। কিন্তু এখন প্রেক্ষাপট ভিন্ন। এখন আমাদের জাতীয় দলকে অন্যসব জাতীয় দলের সঙ্গেই খেলতে হয়। শক্তিশালী এসব দলের বিরুদ্ধে খেলার পরও আমাদের জাতীয় দলের জয়ের হার পূর্বের চেয়ে পাঁচ শতাংশ বেশি। তাই আমার কাছে মনে হয় আমাদের চেয়ে এখনকার জাতীয় দল অনেক বেশি শক্তিশালী। তারকা তৈরির বিষয়ে তিনি বলেন, তারকা সৃষ্টি করে মিডিয়া। কিন্তু আমি প্রায়ই লক্ষ্য করি মিডিয়া বর্তমান ফুটবলারদের উপেক্ষা করে, যারা ২০-২৫ বছর আগে ফুটবল ছেড়েছে তাদের সাক্ষাৎকার নিচ্ছে। তাদের বিভিন্ন টকশোতে আমন্ত্রণ জানাচ্ছে। এটা একটা ব্যবধান তৈরি করে দিচ্ছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর