× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

২৮ মিনিটে চার গোল সনের

খেলা

স্পোর্টস ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২০, রবিবার

ইংলিশ প্রিমিয়ার লীগে দাপুটে জয় পেল টটেনহ্যাম হটস্পার। আর প্রতিপক্ষের গোলমুখে বল পায়ে রেকর্ড গড়া নৈপুণ্য  দেখালেন সন হিউং মিন ও হ্যারি কেইন। রোববার সাউদাম্পটনের বিপক্ষে ৫-২ গোলে জয় পায় কোচ হোসে মরিনহোর দল। মাত্র ২৮ মিনিটের ব্যবধানে চার গোল পান কোরিয়ান তারকা সন হিউং মিন। আর এদিন টটেনহ্যামের পাঁচ গোলেই ভূমিকা রাখেন হ্যারি কেইন। সনের চার গোলে অ্যাসিস্ট করার পর ৮২তম মিনিটে নিজেও গোল আদায় করেন এ ইংলিশ স্ট্রাইকার। প্রতিপক্ষের মাঠে ৩২তম মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়ে টটেনহ্যাম। বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে দলকে সমতায় ফেরান সন হিউং মিন।
এরপর সন-কেন যুগলবন্দিতে টটেনহ্যাম গোল পায় ৪৭, ৬৪ ও ৭৩তম মিনিটে। খেলা শেষের আগ মুহূর্তে পেনাল্টি গোলে ব্যবধান কমায় সাউদাম্পটন। এবারের আসরে এটি টটেনহ্যামের প্রথম জয়। নিজেদের প্রথম ম্যাচে এভারটনের বিপক্ষে হার দেখেছিল স্পাররা।
প্রিমিয়ার লীগে কোনো খেলোয়াড়ের হ্যাটট্রিকে একই খেলোয়াড়ের তিন অ্যাসিস্ট করার ঘটনা দেখা গেলো ১৭ বছর পর। সর্বশেষ ২০০৩’র আসরে আর্সেনালের সুইডিশ তারকা ফ্রেডি লিউনবার্গের হ্যাটট্রিকে সব গোলে অ্যাসিস্ট করেন ফরাসি স্ট্রাইকার থিয়েরো অঁরি। ইংলিশ প্রিমিয়ার লীগের একই ম্যাচে চার অ্যাসিস্টের কৃতিত্ব দেখানো মাত্র ষষ্ঠ ফুটবলার হ্যারি কেইন। এখানে এমন নজির দেখানো প্রথম ইংলিশ ফুটবলার তিনি। গতবার পুরো মৌসুমে মাত্র দুটি অ্যাসিস্ট ছিল হ্যারি কেইনের।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর