× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শওয়াল ১৪৪৫ হিঃ

নাটোরে আলোচিত ডা. আয়নাল হত্যা মামলায় দুই বিএনপি কর্মীর ফাঁসি

বাংলারজমিন

নাটোর প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২০, সোমবার

নাটোরে আলোচিত বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা ডা. আয়নাল হক হত্যা মামলায় দুই বিএনপি কর্মীর ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। তারা হলেন- তোরাব আলী ও শামীম হোসেন। একইসঙ্গে রায়ে ১১ জনকে খালাস দেয়া হয়েছে। সোমবার বেলা ১১টায় নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাইফুর রহমান সিদ্দিক মামলার রায় ঘোষনা করেন।

২০০২ সালের ২৯শে মার্চ বড়াইগ্রামের বনপাড়া বাজারে প্রকাশ্যে পিটিয়ে ও অস্ত্রের আঘাতে উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ডা. আয়নাল হককে হত্যা করা হয়। সে সময় ডা আয়নাল হকের পুত্রবধু নাজমা রহমান বাদি হয়ে মোট ১৭ জনের নামে হত্যা মামলা দায়ের করেন। এর মধ্যে ১নং আসামীসহ মোট চারজন আসামী মৃত্যুবরণ করেছেন। বাকি ১৩ জন আসামীর উপস্থিতিতে সোমবার মামলার রায় ঘোষণা করা হয়।


এদিকে রায়কে কেন্দ্র করে সকাল থেকেই আদালত প্রাঙ্গণে দলীয় নেতা কর্মীরা ভির জমায়। নেয়া হয় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। তবে রায়ে সস্তুস্ট নয় রাষ্ট্রপক্ষ। আর আসামী পক্ষ ন্যায় বিচারের জন্য উচ্চ আদালতে আপিল করবেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর