বিনোদন
মানবজমিন লাইভে আজ থাকবেন সংগীতশিল্পী লিজা
স্টাফ রিপোর্টার
২০২০-০৯-২৪
দৈনিক মানবজমিন ফেসবুক লাইভ ‘না বলা কথা’র ২৮ তম পর্বে অতিথি হিসেবে আজ থাকছেন হাল সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা। দৈনিক মানবজমিন'র বিনোদন সম্পাদক ফয়সাল রাব্বিকীনের সঞ্চালনায় লাইভটি হবে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায়। অনুষ্ঠানটি দেখতে চোখ রাখুন মানবজমিন ফেসবুক পেইজে অথবা আপনার ফেসবুকের সার্চ অপশনে গিয়ে লিখুন dailymanabzamin।