অনলাইন

কবিতা

ধ্বংস আমার অনিবার্য

শহীদুল্লাহ ফরায়জী

২০২০-০৯-২৪

আমি দাম্ভিকতায় উম্মাদ
বিভীষিকাময় অন্ধকারে অনুগত
নৃশংসতায় আমি কুটিল কসাই  
আমি রাজসভায় রহস্যময় দুর্বৃত্ত
ধ্বংস আমার অনিবার্য

আমি মিথ্যার অনন্ত শক্তিতে
প্রতাপান্বিত সম্রাট
মানুষ হয়েও মানুষের বিবেক
করেছি আত্মসাৎ
আমার রক্তের শিরায় শিরায়
পাপের উত্তাল সমুদ্র
ধ্বংস আমার অনিবার্য

আমি সীমাহীন লোভে লোভাতুর
বিশ্বব্রহ্মাণ্ড করতলগত হোক আমার
নিয়ন্ত্রণে থাক বৃহত্তম জগত
পৃথিবীজুড়ে থাকুক গুপ্তধন
তবু প্রার্থনায় কি জানি কী চাই
ধ্বংস আমার অনিবার্য

আমার বিবেক একেবারে পাশবিক বন্য
অজ্ঞতার আস্ফালনে ধূর্ত
জীবনভর ক্ষমাহীন বর্বরতায় লিপ্ত
ধ্বংস আমার অনিবার্য

ভয়ঙ্কর প্রতিশোধপরায়ণতায়
দারুন আসক্ত আমি
অভিশপ্ত অগ্নির ঘৃণ্য উত্তরাধিকার
ধ্বংস আমার অনিবার্য

আমি অহরহ সত্যকে করি আক্রমণ
ভয়াবহ নৃশংসতাকে করি আমন্ত্রণ
রক্তপাত আর রণহুঙ্কারকে করি অভিবাদন
অনিবার্য আমার ধ্বংস
ধ্বংস আমার অনিবার্য।
লেখক: গীতিকার
২৩ সেপ্টেম্বর ২০২০
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status