× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

তারাকান্দায় ৫ সন্তানের জননীকে চুল কেটে নির্যাতনের অভিযোগ, আটক ২

বাংলারজমিন

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২০, শুক্রবার

ময়মনসিংহের তারাকান্দায় ৫ সন্তানের জননীকে শারীরিক লাঞ্ছিত ও মাথার চুল কেটে জনসম্মুখে হেনস্তা করার অভিযোগে ২ যুবককে পুলিশ গত বুধবার আটক করেছে।
তারাকান্দা থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের জানান, বুধবার উপজেলার কাকনি ইউনিয়নের পঙ্গুয়াই গ্রামের আনসার আলীর স্ত্রী আছমা খাতুন (৪০) এর ঘরে তার সম্পর্কে ভাই ফুলপুর উপজেলার গুমগাঁও গ্রামের আইয়ুব আলী খানের পুত্র শাহীন মিয়া সাংসারিক প্রয়োজনে আসে। এতে প্রতিবেশী মিরু হোসেনের পুত্র কাসেম মিয়া (৪০) ও হোসেন মিয়া (৩০), মৃত আঃ খালেকের পুত্র শরাফ উদ্দিন (৩০), আঃ কাদিরের পুত্র তোফায়েল (৩০) এবং নূর ইসলামের পুত্র শরিফ উদ্দিন (৩০) সহ অজ্ঞাত ৭/৮ জন অবৈধ সম্পর্ক সন্দেহে তাদের আটক করে গাছের সঙ্গে বেঁধে শারীরিক নির্যাতন করে এবং কেচি দিয়ে মাথার চুল কেটে মাথা ন্যাড়া করে জনসম্মুখে হেনস্তা করে। নির্যাতিত আছমা খাতুন জানান, তার স্বামী আনসার আলী চট্টগ্রামে কর্মরত এবং বড় ২ কন্যা সন্তান ঢাকায় বিভিন্ন বাসাবাড়িতে গৃহকর্মীর কাজে থাকার কারণে গৃহবধূ পঙ্গুয়াই গ্রামে নিজ বাড়িতে অপর ৩ সন্তান নিয়ে পিত্রালয়ে বসবাস করে।।
এ ব্যাপারে ওই নির্যাতিত নারী আছমা খাতুন বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৭/৮ জনের বিরুদ্ধে বুধবার রাতে তারাকান্দা থানা মামলা করেছে। মামলা নং ১২ (৯) ২০২০ ধারা ৩৪২/৩২৩/ ৩২৬ দ.বি.।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মফিজুল ইসলাম জানান, মামলা রুজুর সঙ্গে সঙ্গেই অভিযান চালিয়ে এজাহার নামীয় ২ আসামিকে গ্রেপ্তার করে গতকাল বিজ্ঞ আদালতে সোপর্দ করে।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর