× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগের জিএমকে দুদকে তলব

দেশ বিদেশ

স্টাফ রিপোর্টার
২৫ সেপ্টেম্বর ২০২০, শুক্রবার

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগের জেনারেল ম্যানেজার (জিএম) তরুণ কান্তি ঘোষকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সংস্থাটির উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান স্বাক্ষরিত এক চিঠিতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। দুদকের একটি সূত্র মানবজমিনকে এই তথ্য নিশ্চিত করেছে। তরুণ কান্তি ঘোষকে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, অনিয়মের মাধ্যমে উপার্জিত অর্থ নামে-বেনামে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে হিসাব খুলে জমা ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে আগামী ২৮শে সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় দুদকের প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে অনুরোধ করা হয় তরুণ কান্তি ঘোষকে। দুুদক সূত্র জানায়, বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগের এই জিএম নানা অনিয়ম আর দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক হয়েছেন। ব্যাংকসহ ৪৮ আর্থিক প্রতিষ্ঠানে তরুণ কান্তি ঘোষের ৬০ থেকে ৬৫টি হিসাব পাওয়া গেছে। এসব হিসাবে তার ও তার পরিবারের সদস্যদের নামে টাকা জমা রয়েছে।
সূত্র আরো জানায়, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় দুটি ফ্ল্যাটের মালিক তরুণ কান্তি ঘোষ। যার মূল্য কোটি টাকারও বেশি। এ ছাড়া রাজধানীতে আরো কয়েক জায়গায় এই ব্যাংক কর্মকর্তার নামে প্লট রয়েছে বলে জানা গেছে। অন্যদিকে, তরুণ কান্তি ঘোষ দেশে অবৈধ সম্পদের মালিক হওয়ার পাশাপাশি বিদেশেও অর্থ পাচার করেছেন বলে অভিযোগ রয়েছে দুদকের কাছে। এসব অভিযোগ অনুসন্ধানে নেমেছে সংস্থাটির একটি টিম। আগামী ২৮শে সেপ্টেম্বর তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর