× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ শওয়াল ১৪৪৫ হিঃ

সুয়ারেজকে দেয়া বিদায়ী বার্তায় বার্সেলোনাকে ধুয়ে দিলেন মেসি

খেলা

স্পোর্টস ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২০, শুক্রবার

২০১৪ সালে লিভারপুল থেকে বার্সেলোনায় আসার পর লুইস সুয়ারেজের সঙ্গে লিওনেল মেসির বন্ধুত্বের শুরু। মাঠে কিংবা মাঠের বাইরে মেসি-সুয়ারেজের বন্ধনটা ছিল অনেকটা পরিবারের মতো। বার্সেলোনার নতুন কোচ রোনাল্ড কোম্যান যখন সুয়ারেজকে নিজের সিদ্ধান্ত জানিয়ে দেন সেটা নিয়ে কথা বলতে মেসির বাড়িতে ছুটে যান সুয়ারেজ। মাঠের বাইরের বন্ধন ছিন্ন না হলেও একই জার্সিতে আর দেখা যাবে না মেসি-সুয়ারেজকে। বার্সেলোনা ছেড়ে অ্যাটলেটিকো মাদ্রিদে পাড়ি জমিয়েছেন ৩৩ বছর বয়সী উরুগুইয়ান স্ট্রাইকার। ইনস্টাগ্রামে বন্ধুকে আবেগময় বিদায়ী বার্তা দিয়েছেন লিওনেল মেসি। প্রিয় বন্ধুর এমন বিদায় মেনে নিতে পারেননি মেসি। ‘ক্ষুব্ধ’ মেসি ধুয়ে দিয়েছেন বার্সেলোনাকে।



মেসি-সুয়ারেজ যুগলবন্দিতে অসংখ্য ম্যাচ জিতেছে বার্সেলোনা। সুয়ারেজের চলে যাওয়াটা যেন মেনে নিতে কষ্ট হচ্ছে মেসির।
ইনস্টাগ্রামে মেসি লিখেছেন, ‘আমি ইতোমধ্যে তোমার অভাব বোধ করা শুরু করেছি। আমি ড্রেসিংরুমে গিয়েছিলাম। সেখানে তোমার শূন্যতা আমাকে ছুঁয়ে গেছে। মাঠে এবং মাঠের বাইরে তোমার সঙ্গ মিস করাটা আমি যেন মানতে পারছি না। এক সঙ্গে কাটানো ছয়টা বছর। কতশত বার লাঞ্চ, ডিনার একসঙ্গে করেছি। তোমার সঙ্গে কাটানো সময়গুলো আমি কোনদিন ভুলতে পারব না।’ দেশের জার্সিতে একাধিকবার প্রতিপক্ষ হিসেবে সুয়ারেজকে পেয়েছেন মেসি। প্রিয় বন্ধুর বিপক্ষে ক্লাবের জার্সিতে লড়াইয়ে নামার অনুভূতিটা কেমন হবে সেটা নিয়ে তাই ভাবনায় মেসি, ‘তোমাকে অন্য ক্লাবের জার্সিতে দেখাটা আমাকে খুব অবাক করবে। আমার বিপক্ষে মাঠে নামার সময় আমার অনুভূতি কেমন হবে সেটা এখন বলতে পারছি না।’



বার্সেলোনার ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা (১৯৮ গোল) সুয়ারেজ। ২০১৫ সালে বার্সেলোনার ট্রেবল জয়ে বড় অবদান রয়েছে তার। বার্সেলোনার জার্সিতে সব সময় নিজেকে উজাড় করে দিয়ে লড়তেন সুয়ারেজ। চুক্তির এক বছর বাকি থাকতে রোনাল্ড কোম্যান সুয়ারেজকে সরাসরি জানিয়ে দেন, ‘তুমি আমার পরিকল্পনায় নেই’। ক্লাবের ইতিহাসের সফল স্ট্রাইকারের সঙ্গে এমন আচরণে ক্ষুব্ধ ছিলেন মেসি। এতদিন এ বিষয়ে মুখ না খুললেও ইনস্টাগ্রামে বার্সেলোনাকে ধুয়ে দিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার, ‘তুমি ক্লাব ইতিহাসের অন্যতম সেরা একজন। তোমার এভাবে চলে যাওয়াটা মানা যায় না। সুন্দর একটা বিদায় তোমার প্রাপ্য ছিল। তাদের এমন কাজের জবাব দেয়ার প্রয়োজন নেই। তবে এটা সত্যি, আমি তাদের এমন আচরণে অবাক হইনি।’



চলমান গ্রীষ্মকালীন দলবদলে বার্সেলোনা ছেড়ে যেতে চেয়েছিলেন মেসি। নানা রকম বাঁধায় শেষ পর্যন্ত ন্যু ক্যাম্পেই থেকে যেতে হয়েছে তাকে। ভালবাসার ক্লাবের এমন আচরণ যে মেসি এখনো ভুলতে পারেননি সেটাই যেন বোঝাতে চাইলেন ছয়বারের বর্ষসেরা।



বৃহস্পতিবার ন্যু ক্যাম্পে বিদায়ী সংবাদ সম্মেলনে সব সময় সুয়ারেজের চোখে ছিল জল। সেখানে উপস্থিত ছিলেন মেসি, জেরার্ড পিকে, জর্ডি আলবা, সার্জিও বুসকেটসরা। বুধবার অনুশীলন মাঠে সতীর্থদের কাছ থেকে বিদায় নেয়ার সময়ও কেঁদে দিয়েছিলেন সুয়ারেজ। অনুশীলন মাঠ থেকে ফেরার সময়ও ছলছল চোখে গাড়ি চালিয়ে ন্যু ক্যাম্প ছেড়ে যেতে দেখা গেছে তাকে। বিদায়ী সংবাদ সম্মেলনে মেসিকে নিয়ে সুয়ারেজ বলেন, ‘লিও কিছুটা অবাক হচ্ছে কারণ আমি সরাসরি তার রাইভাল হচ্ছি। তবে কোনো কিছুতেই আমাদের সম্পর্ক বদলাবে না। কারণ আমরা উরুগুয়ে এবং আর্জেন্টিনার হয়েও একে অপরকে মোকাবেলা করেছি।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর