× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

কানাইঘাটে হত্যা / মামলার বাদীকে প্রাণনাশের হুমকি

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
২৫ সেপ্টেম্বর ২০২০, শুক্রবার

কানাইঘাটের বহুল আলোচিত মৌলভী আব্দুল হামিদ হত্যা মামলার ১৬ আসামিকে হাজতে প্রেরণ করায় নিহত আব্দুল হামিদের বড় ভাই আব্দুর রকিব ও তার পরিবারকে প্রাণে হত্যার হুমকি প্রদানের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে আলিম উদ্দিন, রুহুল আমিন, কবির, শামীম, জমিল আহমদ, আব্দুল মালিক, সেলিম আহমদ, আব্দুল মতিন, বিলাতুন বেগম সহ অজ্ঞাত আরো ১০-১৫ জনের নাম উল্লেখ করে নিহতের বড় ভাই আব্দুর রকিব গত ১৯শে সেপ্টেম্বর কানাইঘাট থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। সাধারণ ডায়রীতে তিনি উল্লেখ করেন, ‘চলতি বছরের ১৯শে জানুয়ারি বেলা ২টার দিকে জায়গা-জমি ও পারিবারিক মসজিদ সংক্রান্তের বিরোধের জের ধরে আমার এলাকার কতিপয় সন্ত্রাসী কর্তৃক আমার ছোটভাই আব্দুল হামিদ গুরুতর রক্তাক্ত জখম হয়। ওইদিনই আমি তাকে প্রথমে কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরবর্তীতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিসিইউতে ভর্তি করি। ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে তিনি গত ২৯শে জানুয়ারি মারা যান। এ ঘটনায় এলাকার চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে ২১ জন আসামির নাম উল্লেখ করে কানাইঘাট থানায় একটি মামলা দায়ের করি। মামলায় ২১ জন আসামির মধ্যে ১৬ আসামি ৭ই সেপ্টেম্বর স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে, আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন।
বর্তমানে আসামিরা জেল হাজতে থাকাকালে তাদের আত্মীয়স্বজনরা আমার ও আমার পরিবারের অন্যান্য সদস্যদেরকে প্রাণে হত্যার হুমকি দিয়ে আসছে। এ অবস্থায় ন্যায় বিচারের লক্ষ্যে এবং আমি ও আমার পরিবারের সদস্যদের প্রাণ রক্ষার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের ঊর্ধ্বতন মহলের দৃষ্টি কামনা করছি।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর