× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

জলাবদ্ধতায় তিন গ্রামের মানুষ

বাংলারজমিন

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২০, রবিবার

সিলেটের প্রান্তিক জনপদ কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়নের মরা ধলাই নদী দখল করে যত্রতত্র ইমারত নির্মাণ করা হয়েছে। ফলে বৃষ্টির পানি নিষ্কাশিত হতে না পেরে এ অঞ্চলের ভোলাগঞ্জ, রুস্তমপুর এবং উজানপাড়া গ্রামে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা। কৃত্রিম এ জলাবদ্ধতার কারণে এলাকার লোকজন নিজ গৃহে পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন এলাকাবাসী। নোংরা জীবাণুতে ভরপুর পানিতে চলাচলের কারণে লোকজন ব্যাপক হারে পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। একসময় সারা বছর নৌযান চলা মরা ধলাই নদী এখন দখলের মচ্ছবে পড়ে অস্তিত্ব হারাতে বসেছে।
জানা গেছে, প্রায় পনেরো বছর আগে এলাকার চিহ্নিত দখলবাজ চক্র স্থানীয় ভূমি অফিসের কতিপয় দুর্নীতিবাজ কর্মচারীর সহায়তায় খরস্রোতা মরা ধলাই নদী দখলে সক্ষম হয়। সে সময় স্থানীয় লোকজন প্রতিবাদ করলেও প্রশাসনিক আনুকূল্য না পাওয়ায় দখলদারিত্ব অবসানে কোনো ব্যবস্থা গ্রহণ সম্ভব হয়ে উঠেনি। পরবর্তীতে ক্রমান্বয়ে পুরো নদীটিই চলে যায় দখলদারদের পেটে। দখলিকৃত নদী ভরাট করে স্থাপনা তৈরির ফলে তিন গ্রামের মানুষের কপালে দুর্গতি নেমে আসে।
উজান থেকে নেমে আসা ঢল এবং বৃষ্টির পানি নিষ্কাশিত হতে না পেরে সংশ্লিষ্ট এলাকায় সৃষ্টি হয় স্থায়ী জলাবদ্ধতার। সর্বনাশা এ জলাবদ্ধতার কারণে মানুষের স্বাভাবিক চলাচলে নেমে এসেছে দুর্ভোগ। জরুরি কাজে হাটবাজার এমনকি মসজিদে গমন করতে লোকজনকে বুক সমান পানি ভাঙতে হয়। অসহনীয় এ দুর্ভোগ অবসানে এলাকার লোকজন স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয়ে কোনো প্রতিকার পাননি। সমপ্রতি সিলেট জেলা প্রশাসকের কাছে এলাকাবাসী স্মারকলিপি প্রদান করলে জেলা প্রশাসনের পক্ষ থেকে গত ৩রা সেপ্টেম্বর নদী দখলমুক্ত করতে নির্দেশনা জারি করা হয়। কিন্তু রহস্যজনক কারণে সে নির্দেশনা পালনে স্থানীয় প্রশাসনের আগ্রহ পরিলক্ষিত হচ্ছে না। তাই দুর্বৃত্তচক্রের দখলদারিত্বের বলি কোম্পানীগঞ্জের তিন গ্রামের মানুষকে কৃত্রিম বন্যার কবল থেকে রক্ষায় অবিলম্বে সংশ্লিষ্টদের কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন বলে জানান।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর