× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

এক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড বদরগঞ্জের ১০টি গ্রাম

বাংলারজমিন

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২০, রবিবার

মাত্র এক মিনিটের ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে রংপুরের বদরগঞ্জে ১০টি গ্রামের শত শত বসতবাড়ি-দোকানপাট। উপড়ে গেছে গাছপালা ও বিদ্যুতের খুঁটি। ঝড়ের আঘাতে আহত হয়েছেন শিক্ষার্থী, শিশু-বৃদ্ধসহ অন্তত ১০জন। এতে প্রায় ৫ হাজার গাছপালা উপড়ে পড়েছে বলে জানায় বনবিভাগ। ভেঙে পড়েছে পল্লী বিদ্যুতের খুঁটি। শুক্রবার দুপুরের পর হঠাৎ ঝড়ের কবলে পড়ে উপজেলার দামোদরপুর ইউনিয়নের শেখেরহাট ও বদরগঞ্জ পৌরশহরের ফায়ার সার্ভিসপাড়া এলাকার মানুষ। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। গত দুইদিনেও দামোদরপুর এলাকায় বিদ্যুৎ সংযোগ দেয়া সম্ভব হয়নি।
শনিবার  দুপুরের দিকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের এমপি আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক ও রংপুর জেলা প্রশাসক আসিব আহসান, উপজেলা চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট, ইউএনও মেহেদী হাসান। তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্তদের নগদ সহায়তা দেয়া হয়। স্থানীয় লোকজন জানান, গত শুক্রবার জুমার নামাজের সময় হঠাৎ করে বদরগঞ্জ উপজেলার ওপর দিয়ে ঝড় বয়ে যায়। কোনো কিছু বুঝে উঠার আগে মাত্র এক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় আধা-পাকা বসতবাড়ি, দোকানপাট ও ১০টি প্রতিষ্ঠান। এতে নিমিষেই প্রায় ৫ হাজার গাছ উপড়ে পড়ে মাটিতে। এতে দামোদরপুর ইউনিয়নের শেখেরহাট বাজারের বহু দোকানপাট ও বাড়িঘর দুমড়ে-মুচড়ে যায়। এদিকে দামোদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক সরকার জানান, ঝড়ের কবলে পড়ে ৩৯১টি ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতিসাধন হয়। এতে একটি মসজিদ ও মন্দিরের ঘর ভেঙে পড়ে। ইউনিয়ন পরিষদের পাশে গোপালপুর শেখেরহাট হাইস্কুলের সীমানা বিশাল প্রাচীরসহ শ্রেণিকক্ষের ঢেউটিন উড়ে যায়। এদিকে ঝড়ের তাণ্ডবে বদরগঞ্জ পৌরশহরের ডাঙ্গাপাড়া এলাকার ফায়ার সার্ভিসপাড়ার ১৫টি বসতবাড়ি ও একটি মসজিদের ব্যাপক ক্ষতি হয়। সড়কের গাছ ভেঙে পড়ে রাস্তা বন্ধ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ভেঙে পড়া গাছ কেটে রাস্তা চলাচলের উপযোগী করে তোলে। সরজমিন দেখা যায়, উপজেলার দামোদরপুর ইউনিয়নের শেখেরহাট এলাকায় ঝড়ের কবলে ৭টি গ্রামের শত শত মানুষ। ওই এলাকার মমিনুল হক, লিয়াকত আলী বলেন, ‘অল্প অল্প বৃষ্টি পড়ছিল। এ কারণে সবাই ছিল ঘরের ভেতর। এমন সময় হঠাৎ করে মাত্র একমিনিটের ঝড়ে ওলটপালট হয়ে যায়। কোনোকিছু বুঝে ওঠার আগেই নিমিষেই উড়ে গেছে ঘরের ঢেউটিন। গাছ-পালা ভেঙে পড়ে ঘরের ওপর। কামরুল ইসলাম বলেন, বৃদ্ধা বুলবুলি বেগম (৬০) ও শিশু রোকাইয়া (১০) গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হন। এতে তাদের মাথা ফেটে যায়। একই সময় ওই এলাকার একটি মহিলা মাদ্রাসার ৪ জন শিক্ষার্থী আঘাতপ্রাপ্ত হয়। খবর পেয়ে পরিবারের লোকজন তাদেরকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা করা হয়েছে। এদের মধ্যে প্রয়োজনীয় ঢেউটিন ৩০ মেট্রিকটন চাল বরাদ্দ দেওয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট। রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের এমপি আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক বলেন, ‘তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্তদের শুকনো খাবারসহ প্রয়োজনীয় নগদ সহায়তা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর