× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

ছোট গাড়িতে পাঁচতারা হোটেল থেকে জেরায় এলেন দীপিকা, সারা-শ্রদ্ধাও ড্রাগের কথা অস্বীকার করলেন

ভারত

 বিশেষ সংবাদদাতা, কলকাতা
(৩ বছর আগে) সেপ্টেম্বর ২৬, ২০২০, শনিবার, ১০:০৩ পূর্বাহ্ন

সাংবাদিকদের চোখে ধুলো দেয়ার জন্যে নিজের বাংলো থেকে নয়, পাঁচতারা হোটেল থেকে নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর জেরায় এলেন দীপিকা পাড়ুকোন। ম্যানেজার করিশ্মা প্রকাশের সঙ্গে ড্রাগ চ্যাটে উল্লেখিত 'ডি' যে তিনিই তা স্বীকার করে জানালেন তিনি জীবনে কোনোদিন ড্রাগ নেননি। কিন্তু কেন তিনি ড্রাগ চ্যাট এর এডমিন ছিলেন তার সন্তোষজনক ব্যাখ্যা তিনি দিতে পারেননি। এদিন সারা আলি খান এবং শ্রদ্ধা কাপুরকেও জেরা করে এনসিবি। দুজনেই জেরার জবাবে জানান, তারা জীবনে ড্রাগ চোখেও দেখেননি। শ্রদ্ধা কাপুর বলেন, তিনি সিবিডি অয়েল ব্যবহার করেছেন কিন্তু তা ওষুধ হিসেবে। উল্লেখযোগ্য যে এই সিবিডি অয়েল মারিজুয়ানা বানানোর কাজে লাগে। সারা আলি খান এনসিবিকে জানান যে, তিনি সুশান্ত সিং রাজপুতের ফার্মহাউস-এ বহুবার পার্টি করেছেন।
সেই পার্টিতে সিগারেটও খেয়েছেন। কিন্তু সেগুলো নিছক সিগারেট ছিল। তাতে কোনও মাদক ছিল না। তিনি কখনো মাদক নেননি। তবে, সুশান্ত মাদকে অভ্যস্ত ছিলেন কিনা তার জানা নেই। তিন তারকাই মাদক নেয়ার কথা অস্বীকার করলেও জানা গেছে এনসিবি তাদের জবাবে সন্তুষ্ট হতে পারেনি। দ্বিতীয় রাউন্ডের জন্যে তাদের জেরায় ডাকা হতে পারে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতদন্তে সম্পৃক্ত হয়ে গেছে বলিউডের ড্রাগ আসক্তির কথা। এ ব্যাপারে তদন্ত করতে গিয়ে উঠে আসে দীপিকা পাড়ুকোন, সারা আলি খান ও শ্রদ্ধা কাপুরের নাম।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর