× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

দেহব্যবসা অপরাধ নয়, জানিয়ে দিল বোম্বে হাইকোর্ট    

ভারত

বিশেষ সংবাদদাতা , কলকাতা  
(৩ বছর আগে) সেপ্টেম্বর ২৭, ২০২০, রবিবার, ১২:১৬ অপরাহ্ন

দেহব্যবসা  কোনও অবস্থাতেই অপরাধ নয়।  এক ঐতিহাসিক আদেশে এই কথা বলেছে বোম্বে হাইকোর্ট।  একটি মামলার রায়ে বিচারপতি পৃথ্বীরাজ চৌহানের বেঞ্চ বলেছে,  যে কোনও প্রাপ্তবয়স্ক নারীর স্বেচ্ছায় তার পেশা বেছে নেয়ার অধিকার আছে।  দেহব্যবসা যেহেতু একটি পেশা, যে কোনও মেয়ে প্রাপ্তবয়স্ক হলে স্বেচ্ছায় সেই পেশা নিতে পারে।  কিন্তু যদি কেউ তাকে এই পেশায় আসতে বাধ্য করে কিংবা প্রলোভন অথবা ভয়ের বশবর্তী হয়ে যদি কেউ এই পেশা গ্রহণ করে তাহলে তা  অপরাধ বলে গণ্য হবে।  ১৯৫৬ সালের প্রিভেনশন অফ ইমমরাল  ট্রাফিক অ্যাক্ট এর রূপান্তরও  চেয়েছে বোম্বে হাইকোর্ট।   

মালাডে তিন যৌনকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।  এই সংক্রান্ত মামলার রায় দিতে গিয়ে বোম্বে হাইকোর্ট তিন যৌনকর্মীকে মুক্তি দেয়ার আদেশ দিয়ে ওই মন্তব্যগুলো করে।  বেদিয়া সম্প্রদায়ের তিন যৌনকর্মী আদালতকে জানায়, প্রাপ্তবয়স্ক হলে সামাজিক সংস্কার মাফিক তাদের যৌন পেশাকেই গ্রহণ করতে হয়।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর