বাংলারজমিন

জয়পুরহাট পৌর মেয়রের সংবাদ সম্মেলন

জয়পুরহাট প্রতিনিধি

২০২০-০৯-২৮

জয়পুরহাট পৌরসভার এলাকা সম্প্রসারণ বিষয়ে প্রকাশিত গেজেটের বিরুদ্ধে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা দূরীকরণে সংবাদ সম্মেলন করেছেন জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক। রোববার দুপুরে পৌর মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পৌর মেয়র বলেন, জয়পুরহাট পৌরসভার সীমানা বর্ধিতকরণের প্রক্রিয়া শুরু হয়েছে ২০০৯ সালের দিকে। নগরায়নের প্রয়োজনে তখনকার পৌরসভার নির্বাচিত জনপ্রতিনিধিরা এ কাজ শুরু করলেও বর্তমানে তা গেজেট আকারে প্রকাশিত হয়। কিন্তু একটি কুচক্রীমহল প্রথম শ্রেনির এ পৌরসভার উন্নয়নকে বাধাগ্রস্ত করতে এর বিরোধিতা করছেন। পৌরবাসীদের দাবি উপেক্ষা করে সেই কুচক্রীমহল জনসাধারণের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছেন। পৌর কাউন্সিলররা ছাড়াও সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের  সহ-সভাপতি অধ্যক্ষ খাজা সামছুল আলম, গোলাম হক্কানী, মোল্লা সামছুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন পুরানাপুল ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম, দোগাছি ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম প্রমুখ।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status