বাংলারজমিন
রাজৈরে দু’জনকে কুপিয়ে দেড় লক্ষাধিক টাকা ছিনতাই
রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
২০২০-০৯-২৮
মাদারীপুরের রাজৈরে বিকাশ এজেন্টসহ দু’জনকে কুপিয়ে এক লাখ ৬০ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বাজিতপুর ইউনিয়নের মাছচর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, একই গ্রামের মোতালেব খালাসীর ছেলে কবির খালাসী (৩২) ও এলেম ঢালীর ছেলে ইলিয়াস ঢালী (৩৮)। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজৈরের সাধুরব্রিজ এলাকার রাতে দোকান বন্ধ করে বিকাশ এজেন্ট ইলিয়াস মোটরসাইকেল যোগে চালক কবিরকে নিয়ে বাড়ি ফিরছিল। বাড়ির কাছাকাছি আসলে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা মাছ ধরার জাল দিয়ে মোটরসাইকেলটি আটকে ধরে। পরে ধারালো অস্ত্র দিয়ে দু’জনকে কুপিয়ে নগদ এক লাখ ৬০ হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।