× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

জেলা পরিষদ উপনির্বাচন দুই প্রার্থীরই মনোনয়ন বৈধ

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
২৮ সেপ্টেম্বর ২০২০, সোমবার

মৌলভীবাজার জেলা পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে দুই প্রার্থীরই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা আলমগীর হোসেন। গত শনিবার দুপুরে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে চেয়ারম্যান পদে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, বিশিষ্ট ক্রীড়া সংগঠক, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ মিছবাহুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক ব্রিটিশ কাউন্সিলার, শিক্ষানুরাগী ও বিগত জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী আওয়ামী লীগ নেতা আলহাজ এম.এ রহিম (সিআইপি) দুুজনেরই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন মৌলভীবাজার রিটার্নিং কর্মকর্তা আলমগীর হোসেন। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায় প্রত্যাহার, চূড়ান্ত তালিকা ও প্রতীক বরাদ্দ ৩রা অক্টোবর। ভোটগ্রহণ ২০শে অক্টোবর ১৫টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। জানা যায় মৌলভীবাজারের ৭টি উপজেলার ৬৭টি ইউনিয়ন, ৫টি পৌরসভা ও ৭টি উপজেলা মিলে ৯৪৪ জন নির্বাচকমণ্ডলীর সদস্য (ভোটার) রয়েছেন। চেয়ারম্যান ১ জন, ১৫ জন সদস্য ও সংরক্ষিত আসনের ৫ জন নারী সদস্য নিয়ে গঠিত জেলা পরিষদ। উল্লেখ্য, জেলা পরিষদের চেয়ারম্যান প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মো. আজিজুর রহমান ১৮ই আগস্ট মৃত্যুবরণ করেন। এরপর আসনটি শূন্য হলে গত ১৪ই সেপ্টেম্বর নির্বাচন কমিশন ২০শে অক্টোবর উপনির্বাচনের তারিখ ঘোষণা করেন।

অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর