× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

কবিতা /কে তোমাকে স্বরূপে দেখতে পায়

অনলাইন

শহীদুল্লাহ ফরায়জী
(৩ বছর আগে) সেপ্টেম্বর ২৮, ২০২০, সোমবার, ১১:৪০ পূর্বাহ্ন

কে তোমাকে স্বরূপে দেখতে পায়
আমি অনন্তকাল খুঁজে বেড়াই তোমায়
অনাদিকাল কেবলই প্রতীক্ষায়
খুঁজে ফিরি বৃষ্টির ফোটায়
চেয়ে থাকি শস্যদানায়
অনুসন্ধান নৈঃশব্দ্যের গোপনীয়তায়
অন্বেষণ আত্মজ্ঞানের উদ্দীপনায়
লুটিয়ে পড়ি সিজদায়
তবু তোমার দেখা মেলে না হায়
তুমি একবার দেখা দাও আমায়

খুঁজে ফিরি আত্মার সীমাহীনতায়
খুঁজে ফিরি রক্তের গোপন আস্তানায়
তালাশ করি নিয়তির আয়নায়
খুঁজি তোমার করুণায়
আনন্দের পরিপূর্ণতায়
তবু তোমার দেখা মেলে না হায়

কোথায় পাওয়া যায়
সর্বজ্ঞ প্রজ্ঞাময় তোমায়
সুদূর পরকালে না বিদ্যমান দুনিয়ায়
নিঃশ্বাসের অনুকম্পায়
না জীবনজিজ্ঞাসার ছায়ায়

তোমার নৈকট্য লাভের কী উপায়
পুণ্যের পরিক্রমায়
না তোমার অবাধ্যতায়
কে তোমাকে স্বরূপে দেখতে পায়

চরম ক্ষমাশীল পরম দয়ালু
আমি ধ্বংসের শেষ সীমানায়
তুমি একবার দেখা দাও আমায়
তারপর না হয় দিলে নরকযন্ত্রণায়
তবুও একবার দেখা দাও আমায়

কে তোমাকে স্বরূপে দেখতে পায়
বহুকাল পর খুঁজে পেয়েছি তোমায়
তুমি সেই যে আমার
বিশ্বাসের সঙ্গে হেঁটে বেড়ায়।

--
লেখক: শহীদুল্লাহ ফরায়জী
গীতিকার
২৬ সেপ্টেম্বর, ২০২০
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর