× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাশ শুরু রোববার থেকে

শিক্ষাঙ্গন

স্টাফ রিপোর্টার
(৩ বছর আগে) অক্টোবর ২, ২০২০, শুক্রবার, ১০:১১ পূর্বাহ্ন
ফাইল ছবি

একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাশ শুরু হচ্ছে আগামী রোববার থেকে। অনলাইনে ক্লাস শুরু করার নির্দেশ দিয়েছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি। সারা দেশের সব কলেজের অধ্যক্ষদের এ ক্লাস চালানোর নির্দেশ দেওয়া হয়। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক  এ নির্দেশনা দেন।
নির্দেশনায় এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়। সেইসঙ্গে শিক্ষার্থীদেরও ক্লাসে অংশ নেওয়ার অনুরোধও জানানো হয়। এতে উল্লেখ করা হয়, কোভিড-১৯ এর কারণে আপাতত পাঠদান সম্ভব হচ্ছে না। তবে শিক্ষার্থীদের লেখাপড়া যাতে বিঘিœত না হয় তার উদ্দেশ্যে ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি করা শিক্ষার্থীদের আগামী ৪ঠা অক্টোবর থেকে অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর