× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শওয়াল ১৪৪৫ হিঃ

কলকাতা কথকতা /হাথরাস গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদে মমতা বন্দোপাধ্যায় আজ পথে, এসপিসহ ৪ পুলিশ অফিসার সাসপেন্ড

কলকাতা কথকতা

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা
(৩ বছর আগে) অক্টোবর ৩, ২০২০, শনিবার, ৯:৩৫ পূর্বাহ্ন

হাথরাস গণধর্ষণ কাণ্ডে ১৯ বছরের এক দলিত রমণীর মৃত্যুর ঘটনা ভারতে গণহিস্টিরিয়ায় পরিণত হয়েছে। দিল্লির সেই নির্ভয়া কাণ্ডের প্রতিরূপ দেখা যাচ্ছে। ধর্ষিত হওয়ার পর হাথরাসের তরুণীটির মৃত্যু হয় দিল্লির হাসপাতালে। এরপরই উত্তরপ্রদেশের যোগী সরকারের বিরুদ্ধে প্রতিবাদের ঢেউ ওঠে। হাথরাসে বিক্ষোভ দেখানোর সময় রাহুল গান্ধী গ্রেপ্তার হন। শুক্রবার হাথরাসে নিহত তরুণীর বাড়িতে যাওয়ার সময় তৃণমূল কংগ্রেস এর দুই দলিত সাংসদ মমতাবালা ঠাকুর ও প্রতিমা মণ্ডলকে পুলিশ ধাক্কা মেরে সরিয়ে দেয়। রাজ্য সভার সাংসদ ডেরেক ওব্রায়েন হাথরাসে পুলিশের ধাক্কায় মাটিতে পড়ে যান। অবশেষে হাথরাসে দলিত রমণীর গ্যাং রেপের বিরুদ্ধে বাংলার মুখ্যমন্ত্রী পথে নামছেন।
শনিবার বিড়লা প্লানেটোরিয়াম থেকে গান্ধী মূর্তির পাদদেশ পর্যন্ত তিনি পদযাত্রা করবেন। করোনার পান্ডেমিক শুরু হওয়ার পর মমতার এই প্রথম পথে নামা। পদযাত্রা থেকে দাবি উঠবে উত্তরপ্রদেশে যোগী সরকারকে বরখাস্ত করার। ইতিমধ্যে হাথরাসের এসপিসহ চার পুলিশ অফিসারকে সাসপেন্ড করেছে যোগী সরকার। কিন্তু এটিকে আইওয়াশ বলে বর্ণনা করছে বিরোধীরা। হাথরাস কাণ্ডের ছায়ায় নির্ভয়া কাণ্ডের কায়া দেখছেন অনেকেই। আগামী দিনে আন্দোলন আরও তীব্র হবে মনে করছেন তাঁরা।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর