× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

বঙ্গোপসাগরে  বাংলাদেশ- ভারত নৌ মহড়া শুরু

ভারত

বিশেষ সংবাদদাতা, কলকাতা
(৩ বছর আগে) অক্টোবর ৪, ২০২০, রবিবার, ৯:৫২ পূর্বাহ্ন

বঙ্গোপসাগরে বাংলাদেশ  এবং ভারতের তিনদিনের নৌ মহড়া শনিবার শুরু হয়েছে।  বঙ্গোসাগর নামাঙ্কিত এই মহড়া চলবে সোমবার পর্যন্ত।  মূলত সামুদ্রিক অপরাধের বিরুদ্ধেই এই যৌথ মহড়া। বাংলাদেশ-ভারত জলসীমায় ইদানিং চোরাচালান,  মানবপাচার এবং জলদস্যুদের  আক্রমণ বৃদ্ধি হয়েছে।  এই অপরাধের প্রবণতা রোখার  জন্যেই এই যৌথ মহড়া।  বঙ্গোসাগর মহড়ায় অংশ নিচ্ছে বাংলাদেশের যুদ্ধজাহাজ বানৌজা প্রত্যয় এবং বানৌজা আবু বকর।  এছাড়াও আছে একটি মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট।  ভারতের পক্ষে দুটি যুদ্ধ জাহাজ  আই এন এস কিলতান এবং আই এন এস খুকরি অংশ নিচ্ছে এই মহড়ায়।  আছে একটি মেরিটাইম পেট্রোল এয়ারক্র্যাফটও।  দু’ দেশের নৌ বাহিনীর আশা,  এই মহড়া সমুদ্রে অপরাধদমনে  সাহায্য করবে।  উল্লেখযোগ্য,  স্থলপথে কড়াকড়ি হওয়ার পর মানবপাচারে ইদানিং জলপথের ওপর ভরসা করছে অপরাধীরা।  বাংলাদেশ-ভারতে পণ্য পরিবহন জলপথে হচ্ছে অনেকটাই।  তাই, জলদস্যুরা অনেক বেশি সক্রিয় হচ্ছে।  প্রতিবেশী রাষ্ট্র মায়ানমার থেকে  জলদস্যুরা এসে লুটপাট চালাচ্ছে।  এই যৌথ নৌ মহড়া তাদেরও সবক শেখাবে,  আশা নৌ কর্তাদের।        

অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর