× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

প্রয়োজন বাস্তবায়ন

মত-মতান্তর

শাকেরা আরজু
৫ অক্টোবর ২০২০, সোমবার

প্রতিদিনকার রুটিন এটা। খবরের পেছনে ছুটে চলা। কিন্তু খবর কখনো কখনো কেবল খবর থাকে না। বিষিয়ে তোলে মন। ব্যক্তির কষ্ট, যন্ত্রণা ছড়িয়ে পড়ে সবখানে। নোয়াখালীর বেগমগঞ্জ। একটি ভয়ঙ্কর ভিডিও। কী অসহায় আমরা।
এতোদিন এই অমানুষগুলো মুক্ত ছিল!
নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটছে প্রতিনিয়ত। কথা হচ্ছে অনেক। কিন্তু থামছে না এই মহামারি। কখনো কখনো খুব অসহায় লাগে। দীর্ঘ মনে হয় প্রতিটি মুহুর্ত। ধর্ষণ, হত্যা, নির্যাতন। কোথায় নারী নিরাপদ? কোন কিছুই নিশ্চিত করতে পারছে না নারীর নিরাপত্তা। শিশু থেকে বৃদ্ধা কারোই রেহাই মিলছে না। কখনো কখনো বিচারের তীব্র আওয়াজ ওঠে। কখনো আবার কিছুদিন পরই তা মিইয়ে যায়। আমরা ভুলে যাই সব কিছু। যেন কিছুই ঘটেনি। মহিলা আইনজীবী সমিতির পরিসংখ্যান বলছে, গত কয়েক বছরে নারী নির্যাতনে ধর্ষণ রয়েছে এক নাম্বারে। তারপরই রয়েছে ধর্ষণ পরবর্তী হত্যা।  প্রতিনিয়ত ঘটে যাওয়া ঘটনায় আইনজীবী, মানবাধিকার কর্মী, সমাজবিজ্ঞানী, বিভিন্ন সময় অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। নারীর প্রতি কেন সহিংসতা, কখন ঘটে সহিংসতা , পরিপূর্ণ ভাবে বিশ্লেষন করেছেন সমাজ ব্যবস্থা, আইনের দূর্বলতা। মানবাধিকার কর্মী আইনজীবীরা বলেছেন ধর্ষনের পর বিচার পাওযার ক্ষেত্রে ভিকটিমের কোথায় বাধা? কি পদক্ষেপ নিলে একজন নির্যাতিতা পাবেন সুষ্ঠু বিচার। আইনের দূর্বলতা কাটিয়ে সংশোধনের কথা বলেছেন আইনমন্ত্রী। অপেক্ষা বাস্তবায়নের। এখনো আশা করি, এ বিষয়ে বিশেষজ্ঞ দের সবার কথাকে মূল্যায়ন করে দ্রুত পদক্ষেপ নিলে ফিরে আসবে সকাল। কাটবে হতাশা।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর