× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

কলকাতা কথকতা /মমতার মাস্টারস্ট্রোক, বলবিন্দারকে মুক্তি, স্ত্রীকে পূজার উপহার সালোয়ার স্যুট

কলকাতা কথকতা

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা
(৩ বছর আগে) অক্টোবর ১৭, ২০২০, শনিবার, ১২:২১ অপরাহ্ন

শেষপর্যন্ত মাস্টারস্ট্রোকটি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়।  ক’দিন আগে বিজেপির নবান্ন চল অভিযানের সময় শিখ যুবক বলবিন্দার সিং এর পাগড়ি পুলিশ খুলে দেয়ায় গোটা ভারতের শিখ সম্প্রদায় সরব হয়ে উঠেছিল।  বলবিন্দারের বিরুদ্ধে বেআইনি অস্ত্র রাখার অভিযোগ এনেছিল পুলিশ।  শিখদের এই ক্ষোভকে কাজে লাগাতে বিজেপি বলবিন্দার এর স্ত্রী করমজিৎ কৌরকে কলকাতায় নিয়ে আসে।  করমজিৎ জানান,  স্বামীকে মুক্তি না দিলে তিনি নবান্ন’র সামনে শনিবার থেকে অনশনে বসবেন ছেলেকে নিয়ে।  করমজিৎকে কেন্দ্র করে কলকাতার শিখ সমাজে  অসন্তোষ ধূমায়িত হচ্ছে বুঝতে পেরে রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন ব্যবস্থা নিতে।  বীরেন্দ্র শুক্রবার পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করে বলবিন্দারের বিরুদ্ধে সব অভিযোগ প্রত্যাহারের নির্দেশ দেন।  এবং তাকে সসম্মানে মুক্তি দেয়ার ব্যবস্থা করেন।  এখানেই শেষ নয়।  মমতা নিজে করমজিৎ কাউরকে একটি দামি সালোয়ার স্যুট পাঠান পূজার উপহার হিসেবে।  মুখ্যমন্ত্রীর এই বদান্যতায় খুশি করমজিৎ। দিল্লির গুরুদুয়ারা ম্যানেজমেন্ট কমিটির প্রধান ও অকালি দলের মুখপাত্র মনজিন্দার সিং সির্সা ও শিখ সঙ্গত মমতার এই ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছে।  পাঞ্জাবি বিরাদরি  জানিয়েছে,  বাংলায় বাঙালি ও শিখরা শান্তিতেই বসবাস করবে।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর