× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

কলকাতা  কথকতা     /কলকাতায়  চড়ছে ভোটের পারদ,  দুর্গাপূজাতেও  মমতা বনাম মোদি  

কলকাতা কথকতা

জয়ন্ত চক্রবর্তী,  কলকাতা   
(৩ বছর আগে) অক্টোবর ১৮, ২০২০, রবিবার, ১০:২৭ পূর্বাহ্ন

পশ্চিমবঙ্গে বিধানসভা  নির্বাচনের বাকি আর কয়েকটি মাস।  আর তাই এবারের দূর্গা পূজাকে প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দু’ পক্ষই।  রোববার এই করোনা আবহতেও দেবীপক্ষের দ্বিতীয়ায়  রঙের মেলা শহর জুড়ে,  এর মধ্যেও মোদি বনাম মমতা।  দুর্গাপূজার উদ্বোধনে সামিল হওয়াটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এর কাছে নতুন নয়।  প্রতিবার তিনি নিজের হাতে পূজার উদ্বোধন করেন।  এবারও করছেন।  নতুন হল প্রধানমন্ত্রীর ব্যস্ত কর্মসূচি থেকে সময় কাটছাঁট করে নরেন্দ্র মোদির এবারের পুজোয় দশটি উদ্বোধনে সামিল হওয়া।  বৃহস্পতিবার মহাষষ্ঠীর দিনে নমো  ভার্চুয়ালি দশটি পুজোর উদ্বোধন করবেন।  এর মধ্যে  পাঁচটি পুজো কলকাতা ও  পার্শবর্তী  অঞ্চলে,  একটি মেদিনীপুরে এবং চারটি উত্তরবঙ্গে।  পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্রে  বিজেপি মহিলা মোর্চা আয়োজিত পূজাতেও তিনি অংশও নেবেন।  এছাড়াও শহর জুড়ে জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণও শোনানো হবে।  কলকাতার দুর্গাপূজায় বিজেপির এই ব্যাপক অংশগ্রহণ এই প্রথম।  মমতা অবশ্য একটি বিষয়ে মোদিকে টেক্কা দিয়ে রেখেছেন।  ১৪ অক্টোবর নবান্ন সভাগৃহ থেকে তিনি জেলার ৬৯টি পূজার উদ্বোধন করেছেন।  এছাড়া কলকাতার বড় পূজাগুলো তো  সশরীরে উপস্থিত থেকে উদ্বোধন করছেন।  পূজার আগে কলকাতার বাতাসে করোনার বিষ যেমন উড়ে বেড়াচ্ছে,  তেমনই উড়ছে রাজনীতির মারপ্যাঁচ।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর