× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

নারী দলের প্রধান নির্বাচক চূড়ান্ত / চীনের অভিজ্ঞতায় দল সাজাবেন মঞ্জু

খেলা

স্পোর্টস রিপোর্টার
১৯ অক্টোবর ২০২০, সোমবার

বাংলাদেশ নারী দলের প্রধান নির্বাচকের দায়িত্ব পাচ্ছেন সাবেক পেসার মঞ্জুরুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ নারী দলের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল। দৈনিক মানবজমিনকে তিনি বলেন, ‘দীর্ঘ দিন থেকেই নারী দলের কোনো প্রধান নির্বাচক নেই। এবার আমরা মঞ্জুরুলকেই দায়িত্ব দেয়ার বিষয়টি চূড়ান্ত করেছি। যদিও বোর্ডের অনুমোদন হলেই তিনি আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবেন। কাল (আজ) বোর্ডে তার নিয়োগের বিষয়টি চূড়ান্ত হবে।’  
কেন এই সাবেক পেসারকে নারী দলের প্রধান নির্বাচক করা হচ্ছে? জানা গেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলে ডেভলপমেন্ট বিভাগে কাজ করার সময় তিনি চীনের নারী দলের দায়িত্ব পালন করেছেন। শুধু তাই নয় থাইল্যান্ড নারী দল নিয়ে কাজ করারও তার অভিজ্ঞতা আছে বলে জানিয়েছেন মঞ্জুরুল। আর সেই অভিজ্ঞতাই তিনি কাজে লাগাতে চান প্রধান নির্বাচক হিসেবে সেরা নারী দল তৈরিতে।

বাংলাদেশ নারী দলের প্রধান নির্বাচক হিসেবে সর্বশেষ দায়িত্ব পালন করেছেন জাতীয় দলের সাবেক ওপেনার আতহার আলী খান। তার বিদায়ের পর পদটি শূন্য হয়ে যায়। তখন থেকেই খোঁজা হচ্ছিল এই পদের জন্য যোগ্য কাউকে। নারী দলের নির্বাচক হিসেবে রয়েছে চ্যালেঞ্জও। এ বিষয়ে জাতীয় দলের সাবেক পেসার মঞ্জুরুল ইসলাম বলেন, ‘আসলে কোনো কাজই ভালো হয় না যখন কোনো চ্যালেঞ্জ না থাকে। আমি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব  পেলে চেষ্টা থাকবে সেরা নারী দল তৈরি করার। যখন যে দেশে বা যে কন্ডিশনে খেলা হবে সেই হিসাবে দল তৈরি করাটা আসল চ্যালেঞ্জ। আমাদের বাংলাদেশের যে সামাজিক অবস্থা সেটিতে নারী দল নিয়ে কাজ করা এখনো কঠিন। কিন্তু সেই সব মাথায় নিলে হবে না। আমাদের এ সব বাধা টপকে এগিয়ে যেতে হবে।’
মঞ্জু মনে করেন চীনের নারী দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তাকে বেশ এগিয়ে রাখবে। তিনি বলেন, ‘দেখেন নারী দল নিয়ে কাজ করার অভিজ্ঞতা আমার নতুন নয়। আমি চীনের নারী দল নিয়ে কাজ করেছি। সেখানে জাতীয় দল থেকে স্কুল, কলেজ এর নারী দলও আমার অধীনে ছিল। আমার সঙ্গে সরাসরি কাজ করেছে এমন চীনের  দু’জন নারী ক্রিকেটার অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ লীগেও খেলেছে। এ ছাড়াও থাইল্যান্ডে নারী ক্রিকেটের ডেভলপমেন্ট নিয়েও কাজ করেছি এসিসিতে থাকার সময়টাতে। আমি বলবো চীনের যে অভিজ্ঞতা সেটি আমি কাজে লাগাবো।’
বাংলাদেশ নারী দল নিয়ে লক্ষ্যও ঠিক করেছেন মঞ্জুরুল। তিনি বলেন, ‘প্রথমত দেশের যে কোনো পর্যায়ের ক্রিকেট নিয়ে কাজ করা অত্যন্ত গৌরবের। নির্বাচক হিসেবে আমার প্রধান কাজ হবে সেরা দল দেয়া। যে সিরিজ হবে সে গুলোর জন্য দল নির্বাচন করবো। কিন্তু আমি চাই পাইপ লাইন তৈরিতেও যেন আমার ভূমিকা থাকে। এতে করে আমি নারী দলের ক্রিকেটারদেরও চিনতে পারবো। কার কেমন যোগ্যতা তা  জেনে রাখতে পারবো। এছাড়াও বিকল্প ক্রিকেটারের জন্য পাইপ লাইনে যেন ভালো ক্রিকেটার রাখা যায় সেটিও আমার লক্ষ্য হবে। সত্যি কথা বলতে বিসিবি নারী ক্রিকেট নিয়ে ইতিবাচক। আশা করি তারা আমাকে সব রকম সহযোগিতা দিবে।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর