অনলাইন

শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবী বিকেএসসিপিবি’র

স্টাফ রিপোর্টার

২০২০-১০-১৯

দেশে করোনাভাইরাসের সংক্রমণের মধ্যে বন্ধ হয়ে যাওয়া শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবী জানিয়েছে বঙ্গবন্ধু কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ পরিষদ বাংলাদেশ(বিকেএসসিপিবি)।
 
সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবী জানায় সংগঠনের নেতাকর্মীরা।
 
সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য সচিব মো. আনিছুর রহমান মাস্টার লিখিত বক্তব্যে বলেন, বর্তমানে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে পুরো বিশ্বের মতো আমরাও দিশেহারা। কিন্ডারগার্টেন স্কুল ও কলেজগুলোর অবস্থাও শোচনীয়। গত ১৭ই মার্চ থেকে সরকারি আদেশ মোতাবেক সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ন্যায় কিন্ডারগার্টেন স্কুল ও কলেজ বন্ধ রয়েছে। বাংলাদেশে প্রায় ৬০ হাজার কিন্ডারগার্টেন স্কুল ও কলেজ আছে। এ সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ১২ লক্ষ শিক্ষক ও কর্মচারী কর্মরত আছেন এবং প্রায় এক কোটিরও অধিক শিক্ষার্থীকে শিক্ষাদান করে আসছে এই সকল শিক্ষাপ্রতিষ্ঠান। স্ব-অর্থায়নে পরিচালিত কিন্ডারগার্টেন স্কুল ও কলেজগুলো নানা কারণে অর্থনৈতিক দূরাবস্থার শিকার। আমাদের শিক্ষক, কর্মচারীগণ সামান্য বেতনে দেশের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।  করোনার এই মহামারীতে এই সকল শিক্ষক কর্মচারী মানবেতর জীবন যাপন করছে।  কারণ ছাত্র/ছাত্রীর টিউশন ফি হলো প্রতিষ্ঠানের এক মাত্র আয়ের উৎস যা গত ১৭ই মার্চ থেকে বিদ্যালয় বন্ধ থাকার কারণে আদায় করা সম্ভব হচ্ছে না।এছাড়া কিন্ডারগার্টেন স্কুল ও কলেজগুলো  বেশির ভাগ ভাড়া বাড়িতে পরিচালিত। এই মহাদূর্যোগে কিন্ডারগার্টেন স্কুল ও কলেজগুলোর বাড়ি ভাড়া ও শিক্ষকদের বেতন পরিশোধ করতে না পারলে প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাবে। যার ফলে শিক্ষাক্ষেত্র এক বিরাট বিপর্যয়ের সম্মুখীন হতে চলেছে।
 
তিনি আরো বলেন, ১লা নভেম্বর থেকে স্বাস্থ্যবিধি মেনে কিন্ডারগার্টেন স্কুল ও কলেজগুলো খোলার অনুমতি প্রদানের জন্য প্রধানমন্ত্রীর নিকট বিনীত অনুরোধ জানাচ্ছি। সেই সঙ্গে স্ব-উদ্যোগে প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠান গুলোকে রক্ষার জন্য এই শিক্ষা খাতকে “শিক্ষা উদ্যোক্তা” ঘোষণা করা হোক। সরকার যেন শিক্ষা প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে সহজশর্তে ও সল্প সুদে ব্যাংক ঋণ –এর ব্যবস্থা করে দেয়। কিন্ডারগার্টেন স্কুলগুলোর জন্য একটি পৃথক বোর্ড গঠন করা অথবা একটি রেগুলেটরি কমিশন গঠন করে নিবন্ধন প্রক্রিয়া সহজীকরণের দাবি জানাচ্ছি।
 
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের আহব্বায়ক লায়ন মো. কাবুল মিয়া, যুগ্ম আহব্বায়ক হরেরাম দাস, মো. মোস্তাফিজুর রহমান মুজাহিদুল, মো. আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সদস্য মুহাম্মদ আলাউদ্দিন, কেন্দ্রীয় সদস্য আলমগীর কবির প্রমুখ।
 
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status