× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

দাউদপুর ইউনিয়নে ভোট আজ

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ থেকে
২০ অক্টোবর ২০২০, মঙ্গলবার

 নারায়ণগঞ্জের রূপগঞ্জের দাউদপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন আজ। নির্বাচনকে ঘিরে স্থানীয় ভোটারদের মাঝে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বর্তমান চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টার (নৌকা প্রতীক) ও স্বতন্ত্র প্রার্থী শরিফ আহমেদ টুটুল (আনারস প্রতীক) নিয়ে প্রতিদ্বন্দ্বিতা ছাড়াও ইউনিয়নের ৯টি ওয়ার্ডে সাধারণ সদস্য হিসাবে প্রার্থী হয়েছেন মোট ৩৭ জন। সংরক্ষিত নারী সদস্যপ্রার্থী রয়েছেন ১২ জন। প্রার্থীদের বিরামহীন প্রচারণার কারণে ব্যাপক সাড়া পড়েছে স্থানীয় ভোটারদের মাঝে। মোট ১৮টি ভোট কেন্দ্রের ৯৬টি বুথ ঘরের মধ্যে সবগুলোকেই ঝুঁকিপূর্ণ হিসাবে বিবেচনায় রেখে আইনশৃঙ্খলা বাহিনীর ৩ স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। আনসার, পুলিশ, র‌্যাব ও বিজিবির ৪ শতাধিক লোকজন নিয়োজিত রয়েছেন নির্বাচনী এলাকায়। নির্বাচনে স্বচ্ছতার জন্য এবার ভোটের দিন সকালে কেন্দ্রে ব্যালট পেপার প্রেরণের সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় নির্বাচন অফিস।
ইউনিয়নে ৩০ হাজার ৫৫০ জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার ১৬ হাজার ৬৫২ ও নারী ভোটার রয়েছে ১৪ হাজার ৮৯৮ জন।
 এ ব্যাপারে রূপগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও প্রিজাইডিং অফিসার মাহাবুবুর রহমান জানান, শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। আশা রাখি আমরা একটি সুষ্ঠু, সুন্দর নির্বাচন উপহার দিতে পারবো।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর