× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

বাঁকখালী নদীতে নৌকা ডুবি, ১ জনের মৃতদেহ উদ্ধার

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, কক্সবাজার থেকে
১৯ অক্টোবর ২০২০, সোমবার

কক্সবাজার শহরের ৬নং বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে নৌকা ডুবিতে নিখোঁজ দুইজনের মধ্যে মোঃ ইউনুস (৩৫) প্রকাশ লালু নামের ১ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে।
সোমবার বেলা একটার দিকে তার লাশ উদ্ধার করা হয়। মোঃ ইউনুস প্রকাশ লালু শহরের নতুন বাহারছড়া সেন্ডেল ফিশারি এলাকার নুরুল আবছারের ছেলে। এই খবর নিশ্চিত করেছেন স্থানীয় সংবাদকর্মী আমিনুল ইসলাম । তবে এখনো খোঁজ মেলেনি মোঃ বেলাল (২২) এর। রবিবার (১৮ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে নৌকাডুবিতে আব্দু শুক্কুর (৩২) নামের এক ব্যক্তি উদ্ধার হলেও নিখোঁজ ছিল দুইজন। স্থানীয় সূত্রে জানা গেছে, শখ করে রাতে নৌকায় চড়ে বাঁকখালী নদীতে মাছ ধরতে যায় মোঃ ইউনুস, মোঃ বেলাল ও আব্দু শুক্কুর। নদীর কূল থেকে একটু দূরে যেতেই প্রবল স্রোতে তাদের বহনকারি নৌকাটি ডুবে যায়। ১ জন সাঁতরে তীরে উঠতে পারলেও ২ জন নিখোঁজ হয়ে যায়।
স্থানীয় মাঝি-মাল্লারা বলেন, এরা পেশাদার জেলে নয়। শখের বশে নদীতে মাছ ধরতে এসে এ মর্মান্তিক ঘটনা ঘটে যায়। তাঁরা ৩ জন নৌকা নিয়ে যখন নদীর মাঝে চলে যায় তখন স্রোতের প্রবল বেগের কারণে নৌকা উল্টে যায়। ফায়ার সার্ভিস কক্সবাজার এর উপপরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ জানান, ঘটনার পর পরই তারা উদ্ধার তৎপরতা শুরু করেছে। বেলা একটার দিকে এক জনের মৃতদেহ উদ্ধার করা হলেও এখনো সন্ধান মেলেনি আরেকজনের। উদ্ধার তৎপরতা অব্যাহত আছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর