× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

তিন ক্লাবের সমস্যা সমাধানে হকি ফেডারেশনের সভা আজ

খেলা

স্পোর্টস রিপোর্টার
২০ অক্টোবর ২০২০, মঙ্গলবার

প্রিমিয়ার হকি লীগ সর্বশেষ টার্ফে গড়িয়েছিল দুই বছর আগে। পরে অনিশ্চিত হয়ে পড়ে লীগ। তবে আগামী নভেম্বরেই প্রিমিয়ার হকি লীগ শুরু করতে চায় হকি ফেডারেশন। সেই লক্ষ্যে কাজও করে যাচ্ছেন কর্মকর্তারা। কিন্তু তিন বড় ক্লাব মোহামেডান, মেরিনার্স ও ঊষা ক্রীড়া চক্রের সমস্যার সমাধান করতে না পারলে লীগ মাঠে গড়াবে না। সে জন্য তিন ক্লাবের ইস্যুকে সামনে রেখে ফেডারেশনের নির্বাহী কমিটির সভা বসছে আজ।
দুই বছর আগে মাঠে রেফারির একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে মাঠে গোলযোগে জড়িয়ে পড়েন মোহামেডান ও মেরিনার্সের খেলোয়াড়রা। যার রেশ গিয়ে পরে গ্যালারিতে।
ওই ঘটনায় শাস্তি পেতে হয় মোহামেডান ও মেরিনার্সের একাধিক কর্মকর্তাকে। এছাড়া লীগে না খেলার কারণে রেলিগেশনে নেমে যাওয়ার কথা পুরনো ঢাকার ক্লাব উষা ক্রীড়া চক্রের। এখন তিন ক্লাবই ভিন্ন ভিন্ন দাবি জানিয়ে চিঠি দিয়েছে ফেডারেশনে। মোহামেডান-মেরিনার্স চাইছে তাদের কর্মকর্তাদের শাস্তি যেন প্রত্যাহার করে নেয়া হয়। আর উষা চাইছে তাদের যেন প্রিমিয়ার লীগে আবারও খেলার সুযোগ করে দেয়া হয়। ফেডারেশন অবশ্য বিষয়গুলো ইতিবাচক দৃষ্টিতেই দেখার চেষ্টা করছে। ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বলেন, ‘তিনটি ক্লাব ভিন্ন ভিন্নভাবে আমাদের কাছে আবেদন করেছে। তাদের আবেদন নিয়ে সভায় আলোচনা হবে। আশা করছি, আমরা সুষ্ঠুভাবে সমাধান দিতে পারবো। যাতে করে ক্লাবগুলো লীগে খেলতে পারে।’ লীগ নিয়ে তিনি বলেন, ‘দুটি ক্লাবের কর্মকর্তাদের শাস্তি প্রত্যাহার হলেই তারা লীগে খেলার প্রতিশ্রুতি দিয়েছে। উষাও লীগে খেলার আবেদন করে রেখেছে। সেক্ষেত্রে তাদের সমস্যাগুলো সমাধান হলেই তখন লীগ নিয়ে আমরা এক ধাপ এগোতে পারবো। এখন দেখা যাক, কী হয়।’ আজ সভায় বঙ্গবন্ধু জুনিয়র হকিসহ অন্য বিষয়েও আলোচনা হওয়ার কথা।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর