বাংলারজমিন
সাতনালায় ধানের শীষের প্রার্থী বিজয়ী
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
২০২০-১০-২০
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ২নং সাতনালা ইউনিয়নের উপ-নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মো. এনামুল হক শাহ্ ৩ হাজার ৩৮০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রাথী নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৮১৩ ভোট। এ উপ-নির্বাচনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন।
উল্লেখ্য, গত ১৫ জুলাই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমান দুলাল মৃত্যুবরণ করলে আসনটি শুন্য হয়।
উল্লেখ্য, গত ১৫ জুলাই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমান দুলাল মৃত্যুবরণ করলে আসনটি শুন্য হয়।