× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

বাঁচা-মরার লড়াইয়ে নামছেন তামিম

খেলা

স্পোর্টস ডেস্ক
২১ অক্টোবর ২০২০, বুধবার

বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনালে খেলবে কোন দুই দল, তা নির্ধারিত হবে আজ। মিরপুরে নাজমুল হোসেন শান্ত একাদশের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে নামবে তামিম ইকবাল একাদশ। হেরে গেলে কোনো সুযোগই থাকবে না তামিমদের।
৩ ম্যাচে মাত্র এক জয় দেখেছেন তামিমরা। তাদের প্রতিপক্ষ নাজমুল একাদশ ৩ ম্যাচে ২ জয়ে ফাইনালের পথে এগিয়ে আছে। অপর দল মাহমুদুল্লাহ রিয়াদ একাদশ ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। তবে নেট রানরেটে তামিম একাদশের (-০.৩১১) চেয়ে পিছিয়ে মাহমুদুল্লাহ একাদশ (-০.৪৪২)। আজ জিতলে নিঃসন্দেহে ফাইনালে চলে যাবে তামিমরা। তখন নাজমুল একাদশ ও মাহমুদুল্লাহ একাদশের মধ্যে যারা নেট রানরেটে এগিয়ে থাকবে তারা দ্বিতীয় দল হিসেবে যাবে ফাইনালে।
নিজেদের প্রথম ম্যাচে মাহমুদুল্লাহ একাদশের কাছে ৪ উইকেটে পরাজিত হয় তামিম একাদশ। পরের ম্যাচে নাজমুল একাদশকে ৪২ রানে হারিয়ে ঘুরে দাঁড়ায় তারা। কিন্তু নিজেদের তৃতীয় ম্যাচে মাহমুদুল্লাহ বাহিনীর বিপক্ষে মাত্র ১০৩ রানে গুটিয়ে যায় তামিমরা, পরাজিত হয় ৫ উইকেটে। নাজমুল একাদশ মাহমুদুল্লাহ একাদশকে ১৩১ রানের বড় ব্যবধানে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে। পরের ম্যাচে তামিমদের কাছে হারলেও তৃতীয় ম্যাচে মাহমুদুল্লাহকে ৪ উইকেটে উড়িয়ে দেয় নাজমুল বাহিনী। ০.৮৬৭ নেট রানরেট নিয়ে তিন দলের মধ্যে শীর্ষে অবস্থান তাদের।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর