বাংলারজমিন
শরণখোলায় নৌকার প্রার্থীর বিজয়ী
শরনখোলা (বাগেরহাট) প্রতিনিধি
২০২০-১০-২০
বাগেরহাটের শরণখোলা উপজেলার চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো. রায়হান উদ্দিন আকন শান্ত নৌকা প্রতীক নিয়ে ৫৬ হাজার ১৮৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এছাড়া ধানের শীষের প্রার্থী খান মতিয়ার রহমান পেয়েছেন ৬৭৩ ভোট এবং লাঙ্গল প্রতীক নিয়ে এ্যাড. শহীদুল ইসলাম ৭৬৭ ভোট পেয়েছেন বলে নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার ফরাজী বেনজীর আহমেদ। তিনি বলেন, ৩৩টি ভোট কেন্দ্রের সবকটি কেন্দ্রেই শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোন সহিংসতার খবর পাওয়া যায়নি। ৮৯ হাজার ৩’শ ৩৭জন ভোটারের মধ্যে ভোট পড়েছে ৫৭ হাজার ৬২৮টি।