× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

নেইমারের পিএসজিকে হারিয়ে ম্যানইউর ইতিহাস

খেলা

স্পোর্টস ডেস্ক
২১ অক্টোবর ২০২০, বুধবার

নেইমার, কিলিয়ান এমবাপ্পে, অ্যাংগেল ডি মারিয়াদের নিয়ে গড়া শক্তিশালী দল নিয়েও ঘরের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে পারলো না প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। মঙ্গলবার পার্ক দেস প্রিন্সেসে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ‘এইচ’ গ্রুপের ম্যাচে বর্তমান রানার্সআপদের ২-১ ব্যবধানে হারায় ইউনাইটেড। তাতে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১০টি অ্যাওয়ে ম্যাচ জয়ের কীর্তি গড়লো কোচ ওলে গানার সুলশারের দল।
২০১৮-১৯ চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোতেও পিএসজির ঘরের মাঠে জিতেছিল ম্যানেইউ। সেবার ফিরতি লেগে ৩-১ গোলের জয়ে নেইমারদের আসর থেকে বিদায় করে তারা।
মঙ্গলবার ২৩তম মিনিটে ইংলিশ জায়ান্টদের এগিয়ে দেন পর্তুগিজ তারকা ব্রুনো।  ডি-বক্সে অ্যান্থনি মার্সিয়ালকে পিএসজির আবদু দিয়ালো ফাউল করলে পেনাল্টি পায় ইউনাইটেড। ব্রুনোর দুর্বল শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দিয়েছিলেন নাভাস। কিন্তু পিএসজি গোলরক্ষক আগেই গোললাইন ছেড়ে বেরিয়ে আসায় ভিএআর দেখে ফের পেনাল্টি শটের সিদ্ধান্ত দেন রেফারি।
দ্বিতীয়বার আর ভুল হয়নি ব্রুনোর। গত ফেব্রুয়ারিতে ম্যানইউর জার্সিতে অভিষেকের পর সব প্রতিযোগিতায় ১২টি পেনাল্টি শট নিয়ে ১১টিতেই লক্ষ্যভেদ করলেন তিনি।
৫৪তম মিনিটে আত্মঘাতি গোলের সুবাদ সমতায় ফেরে পিএসজি। নেইমারের কর্নার বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন ইউনাইটেডের মার্সিয়াল। তবে নির্ধারিত সময়ের ৩ মিনিট বাকি থাকতে পগবা-রাশফোর্ড যুগলবন্দিতে জয়ের বন্দরে পৌঁছে যায় ম্যানইউ।  পগবার ছোট পাস ধরে কোনাকুনি শটে পিএসজির জালে বল পাঠান ইংলিশ ফরোয়ার্ড রাশফোর্ড।
গ্রুপের অপর ম্যাচে জার্মান ক্লাব আরবি লাইপজিগ ২-০ গোলে হারায় তুর্কি জায়ান্ট ইস্তাম্বুল বাসাকসেহিরকে।
আগামী ২৭শে অক্টোবর বাসাকসেহিরের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে পিএসজি। পরদিন লাইপজিগকে আতিথ্য দেবে ম্যানইউ।
এদিকে, চ্যাম্পিয়ন্স লীগের ‘এফ’ গ্রুপের ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে ইতালিয়ান ক্লাব লাজিও। গ্রুপের অপর ম্যাচে জেনিতকে ২-১ গোলে হারিয়েছে ক্লাব ব্রুজ। তবে ‘ই’ গ্রুপে ঘরের মাঠে ইউরোপা চ্যাম্পিয়ন সেভিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছে চেলসি। রেন-ক্রাসনোদারের মধ্যকার গ্রুপের অন্য ম্যাচটিও ১-১ গোলে ড্র হয়।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর