× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

লেভানদোস্কিদের জয়রথ থামাতে পারবেন সুয়ারেজরা?

খেলা

স্পোর্টস ডেস্ক
২১ অক্টোবর ২০২০, বুধবার

কোনো ম্যাচ না হেরেই গত মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ জিতে নেয় বায়ার্ন মিউনিখ। গ্রুপপর্ব থেকে ফাইনাল, রেকর্ড টানা ১১ ম্যাচ জিতেছিল জার্মান জায়ান্টরা। আজ নতুন মৌসুম শুরু করতে যাচ্ছে ইউরোপ সেরা ক্লাবটি। ঘরের মাঠ আলিয়াঞ্জ এরেনায় ‘এ’ গ্রুপের ম্যাচে তাদের প্রতিপক্ষ অ্যাটলেটিকো মাদ্রিদ।
২০১৬-১৭ মৌসুমের পর চ্যাম্পিয়ন্স লীগের গ্রুপ পর্বে মুখোমুখি হচ্ছে বায়ার্ন-অ্যাটলেটিকো। সেবার দু’দলই তাদের ঘরের মাঠে জিতেছিল ১-০ গোলে। সবমিলিয়ে ৭ দেখায় বায়ার্ন তিনবার ও অ্যাটলেটিকো জিতেছে দু’বার, একটি ম্যাচ হয়েছে ড্র। জার্মান ক্লাবগুলোর মাঠে অ্যাটলেটিকোর পরিসংখ্যান মোটেও ভালো নয়- শেষ ৬ ম্যাচে ৫ হার।
২০১৮তে বরুশিয়া ডর্টমুন্ডের কাছে ৪-০ এবং গত বছরের নভেম্বরে বায়ার লেভারকুসেনের মাঠে ২-১ গোলে হেরেছিল দিয়েগো সিমিওনের দল। দুর্দান্ত ফর্মে থাকা বায়ার্নের জয়রথ কি থামাতে পারবে তারা? চলতি মৌসুমে লা লিগায় ৫ ম্যাচে অপরাজিত থাকাটা অ্যাটলেটিকো শিবিরে আত্মবিশ্বাস জোগাবে। তবে বড় ম্যাচের আগে অ্যাটলেটিকো শিবিরে দুঃসংবাদ বয়ে এনেছে দিয়েগো কস্তার চোট। এমন পরিস্থিতিতে লুইস সুয়ারেজই অ্যাটলেটিকোর প্রধান ভরসা। বার্সেলোনা ছাড়ার পর মাদ্রিদের ক্লাবটির হয়ে চার ম্যাচে ৩ গোল করেছেন তিনি।
গত মৌসুমের মতো এবারো তুখোড় ফর্মে বায়ার্নের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানদোস্কি। এরই মধ্যে বুন্দেসলিগায় ৪ ম্যাচেই করে ফেলেছেন ৭ গোল। টমাস মুলার ও সার্জ নাব্রিও রয়েছেন ছন্দে। উভয়েই তিনটি করে গোল করেছেন লীগে। তবে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায়া আজকের ম্যাচে খেলতে পারবেন না নাব্রি।

রিয়াল শিবিরে ফিরছেন গুরুত্বপূর্ণ তিন খেলোয়াড়
লা লিগায় গত শনিবার ঘরের মাঠে নবাগত কাদিজের বিপক্ষে অপ্রত্যাশিত হার দেখে রিয়াল মাদ্রিদ। আজ একই ভেন্যুতে (আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়াম) চ্যাম্পিয়ন্স লীগের ‘বি’ গ্রুপের ম্যাচে শাখতার দোনেৎস্কের মুখোমুখি হচ্ছে তারা। রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়নরা এ ম্যাচে ফিরে পাচ্ছে গুরুত্বপূর্ণ তিন খেলোয়াড় ফারল্যান্ড মেন্ডি, কাসেমিরো ও ফেদেরিকো ভালভার্দেকে। শাখতারের বিপক্ষে এর আগে দু’বার খেলে দু’বারই জেতে রিয়াল। গ্রুপের অপর ম্যাচে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান আতিথ্য দেবে জার্মান ক্লাব বরুশিয়া মনশেনগ্লাডবাচকে। আর ‘সি’ গ্রুপে ম্যানচেস্টার সিটি ঘরের মাঠে লড়বে সাবেক চ্যাম্পিয়ন পোর্তোর বিপক্ষে। পর্তুগিজ জায়ান্টদের বিপক্ষে আগের দুই সাক্ষাতেই জয় কুড়িয়েছিল ম্যান সিটি।

৫৩ বছর পর মুখোমুখি আয়াক্স-লিভারপুল
‘ডি’ গ্রুপের ম্যাচে ছয়বারের চ্যাম্পিয়ন লিভারপুলকে আতিথ্য দেবে চারবারের চ্যাম্পিয়ন আয়াক্স। ১৯৬৬/৬৭ মৌসুমে শেষবার যখন তারা মুখোমুখি হয়েছিল, তখন চ্যাম্পিয়ন্স লীগের নাম ছিল ইউরোপিয়ান কাপ। শেষ ষোলোর ওই লড়াইয়ে অ্যাগ্রিগেটে লিভারপুলকে ৭-৩ গোলে উড়িয়ে দেয় ডাচ্ জায়ান্টরা। আমস্টারডামে প্রথম লেগে ৫-১ গোলে বিধ্বস্ত হয়েছিল লিভারপুল। তবে এরপর ডাচ্ ক্লাবগুলোর বিপক্ষে টানা ১৩ ম্যাচ অপরাজিত অলরেডরা।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর