× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শওয়াল ১৪৪৫ হিঃ

‘এক ব্যক্তি একাধিক পদে নয়’ জানিয়ে প্রজ্ঞাপন / তোফাজ্জলকে দিয়ে শুরু

খেলা

স্পোর্টস রিপোর্টার
২২ অক্টোবর ২০২০, বৃহস্পতিবার

একজন ক্রীড়া সংগঠক একসঙ্গে একাধিক ক্রীড়া ফেডারেশনে গুরুত্বপূর্ণ পদে থাকতে পারবেন না- এমন সিদ্ধান্ত জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদ। ফলে সদ্য ঘোষিত সাইক্লিং ফেডারেশনের অ্যাডহক কমিটির সহ-সভাপতির পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে তোফাজ্জল হোসেনকে। আর জেলা ও বিভাগের সংগঠকদের নিরুৎসাহিত করতে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশানারকে চিঠি দেয়া হয়েছে বলে জানিয়েছেন ক্রীড়া পরিষদের এক কর্মকর্তা।
গত ১২ই অক্টোবর সাইক্লিং ফেডারেশনে ২৩ সদস্যের অ্যাডহক কমিটির প্রজ্ঞাপণ দেয় ক্রীড়া পরিষদ। যেখানে দেখা যায় সহ-সভাপতি হিসেবে রয়েছে তোফাজ্জল হোসেনের নাম। যিনি এর আগেই অ্যাথলেটিক্স ফেডারেশন এবং উশু ফেডারেশনে একই পদে ছিলেন। ১৭ই অক্টোবর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নিরুৎসাহিতকরণ চিঠির বরাত দিয়ে দৈনিক মানবজমিনের খেলার পাতায় ‘একই ব্যক্তি একাধিক গুরুত্বপূর্ণ পদে নয়!’ শিরোনামে খবর প্রকাশিত হয়। তোফাজ্জল হোসেনকে বাদ দিয়ে সাইক্লিং ফেডারেশনের অ্যাডহক কমিটি পুনর্গঠনের প্রজ্ঞাপন দেয়া হয়েছে একই তারিখ রেখে। আগে ২৩ সদস্যের কমিটিতে চারজন সহ-সভাপতি থাকলেও তোফাজ্জল বাদ পড়ায় এখন রয়েছেন তিনজন।
অ্যাডহক কমিটির আকার ছোট করে ২২ সদস্যে নামিয়ে আনা হয়েছে। এছাড়া অন্য জাতীয় ক্রীড়া ফেডারেশনেও ধীরে ধীরে দু’টি গুরুত্বপূর্ণ পদে রয়েছেন এমন সংগঠকদের নাম একটি ফেডারেশন থেকে বাদ দেয়া হবে বলে জানা গেছে। এদিকে জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পদে আছেন আবদুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান, যিনি ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকও। আর রংপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম একই সঙ্গে রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এদের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে জামালপুর ও রংপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলার প্রশাসকদ্বয় ও ময়মনসিংহ এবং রংপুরের বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি বিভাগীয় কমিশানারদ্বয়ের কাছে চিঠি দেয়া হয়েছে বলে জানা গেছে। যাতে ভবিষ্যতের নির্বাচনে একই ব্যক্তি জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার গুরুত্বপূর্ণ পদের দু’টিতেই থাকতে না পারেন- সে ব্যাপারে নিরুৎসাহিত করা হয়। এ বিষয়ে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের দৃষ্টি রাখতে বলা হয়েছে।  
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর