× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

ক্যাম্পে যোগ দেননি কিংসের খেলোয়াড়রা

খেলা

স্পোর্টস রিপোর্টার
২৪ অক্টোবর ২০২০, শনিবার

এএফসি কাপ সামনে রেখে প্রস্তুতি শুরু করেছিল বসুন্ধরা কিংস। এএফসি কাপ বাতিল হলেও ক্যাম্প বন্ধ করেনি বাংলাদেশ প্রিমিয়ার লীগের চ্যাম্পিয়ন ক্লাবটি। একটানা দুই মাস অনুশীলনের পর খেলোয়াড়দের ছুটি দিয়েছে কিংস। নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য জাতীয় দলের ক্যাম্প শুরু হয়েছে গতকাল। হেড কোচ বিহীন এই ক্যাম্পে যোগ দেননি ছুটিতে থাকা কিংসের ফুটবলাররা।  
আগামী ১৩ ও ১৭ই নভেম্বর নেপালের বিপক্ষে দু’টি প্রীতি ম্যাচের জন্য ৩৬ জনের প্রাথমিক দল ডেকেছেন জেমি ডে। স্থগিত হয়ে যাওয়া বিশ্বকাপ বাছাইয়ের প্রাথমিক দলটিই তিনি ধরে রেখেছেন। যেখানে বসুন্ধরা কিংসের খেলোয়াড় সর্বাধিক ১৪ জন।
তারা হলেন- গোলরক্ষক আনিসুর রহমান; ডিফেন্ডার তপু বর্মণ, ইয়াসিন খান, বিশ্বনাথ ঘোষ, সুশান্ত ত্রিপুরা, তারিক কাজী, মিডফিল্ডার আতিকুর রহমান, মাশুক মিয়া, রবিউল হাসান, বিপলু আহমেদ; ফরোয়ার্ড মাহবুবুর রহমান, মতিন মিয়া, মোহাম্মদ ইব্রাহিম ও তৌহিদুল আলম। কোচ জেমি ডে এই সময়ে দলের সঙ্গে থাকলেও চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকা মতিন ও মাশুককে ছাড়তো না বসুন্ধরা। জেমি ঢাকায় আসবেন আগামী ২৯শে অক্টোবর। তার আগে খেলোয়াড়দের ছাড়ার কোনো যুক্তি দেখছে না বসুন্ধরা কিংস। ফিফার নিয়ম অনুযায়ী ম্যাচের আগে নির্ধারিত সময়েই তারা খেলোয়াড়দের ছাড়বে বলে এর মধ্যে ফেডারেশনে চিঠিও দিয়েছে। আগামী ৯ই নভেম্বর জাতীয় দলের জন্য খেলোয়াড়দের ছাড়ার কথা উল্লেখ করা হয়েছে সেই চিঠিতে। ক্লাবটির টেকনিক্যাল ডিরেক্টর বায়েজিদ আলম জোবায়ের নিপু বলেন, ‘আমাদের খেলোয়াড়রা ১লা সেপ্টেম্বর থেকেই অনুশীলনের মধ্যে আছে। এখন তারা ছুটিতে আছে, রিকভারি চলছে। তাই এখনই জাতীয় দলের ক্যাম্পে যোগ দেয়া সম্ভব হচ্ছে না। আমরা ম্যাচ শুরুর কয়েক দিন আগে খেলোয়াড়দের ক্যাম্পে যোগ দেয়ার অনুমতি দেবো।’ বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ এই প্রসঙ্গে সংবাদমাধ্যমকে বলেন, ‘তাদের কাছ থেকে চিঠি পেয়েছি। ওরা জানিয়েছে ফিফা উইন্ডো বা কাছাকাছি সময়ে খেলোয়াড় রিলিজ করবে। জনি ও মতিন চোটগ্রস্ত হওয়ায় এই মুহূর্তে তাদের যোগ দেওয়াটা ঠিক হবে না বলে তারা জানিয়েছে। তবে আমরা তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছে মতিন মিয়া ও মাসুক মিয়া জনি ছাড়া বাকি ১২ ফুটবলার আগামী ২৭শে অক্টোবর ক্যাম্পে যোগ দেবে।’
জাতীয় দলের খেলোয়াড়দের গতকাল ফারস হোটেলে সহকারী কোচ মাসুদ কায়সারের কাছে রিপোর্ট করেছে। বসুন্ধরা কিংসের ১৪ খেলোয়াড় ছাড়াও ডেনর্মাকে থাকায় অধিনায়ক জামাল ভুঁইয়াও ক্যাম্পে যোগ দেয়নি। আগামী ২৯শে অক্টোবর ক্যাম্পে যোগ দেয়ার কথা তার।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর