× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ৮ মে ২০২৪, বুধবার , ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৯ শওয়াল ১৪৪৫ হিঃ

অভিনব ইচ্ছার কথা জানালেন কবীর সুমন

অনলাইন

স্টাফ রিপোর্টার
(৩ বছর আগে) অক্টোবর ২৪, ২০২০, শনিবার, ১১:৩১ পূর্বাহ্ন

অভিনব এক ইচ্ছা প্রকাশ করেছেন ভারতের প্রথিতযশা গীতিকার, সুরকার ও গায়ক কবীর সুমন। বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিনের প্রাক্তন স্বামী কবির সুমন মৃত্যুর পর তার সব সৃষ্টিকর্ম নষ্ট করে ফেলতে সকলের কাছে অনুরোধ জানিয়েছেন। ইচ্ছার ব্যত্যয় তার জন্য অপমানের বলেও উল্লেখ করেন তিনি। এ ব্যাপারে নিজের প্যাডে হাতে লেখা একটি চিঠি তিনি ফেসবুকে প্রকাশ করেছেন।

ওই চিঠিতে কবীর সুমন লিখেছেন,
‘সকলের অবগতির জন্য-
সজ্ঞানে, সচেতন অবস্থায়, স্বাধীন ভাবনা চিন্তা ও সিদ্ধান্তের ভিত্তিতে আমি জানাচ্ছি: আমার কোন অসুখ করলে, আমায় হাসপাতালে ভর্তি হতে হলে অথবা আমি মারা গেলে আমার সম্পর্কিত সবকিছুর, প্রতিটি বিষয় ও ক্ষেত্রে দায়িত্বগ্রহণ এবং সিদ্ধান্তগ্রহণের অধিকার থাকবে একমাত্র মৃন্ময়ী তোকদারের (মায়ের নাম প্রয়াত প্রতিমা তোকদার, বাবার নাম দেবব্রত তোকদার)। অন্য কারুর কোনও অধিকার থাকবে না এইসব বিষয়ে ও ক্ষেত্রে। আমার মৃতদেহ যেন দান করা হয় চিকিৎসাবিজ্ঞানের কাজে। কোন স্মরণসভা, শোকসভা, প্রার্থনাসভা যেন না হয়।
আমার সমস্ত পান্ডুলিপি, গান, রচনা, স্মরলিপি, রেকর্ডিং, হার্ডডিস্ক, পেনড্রাইভ, লেখার খাতা, প্রিন্ট আউট যেন কলকাতার পুরসভার গাড়ি ডেকে তাঁদের হাতে তুলে দেয়া হয় সেগুলো ধ্বংস করার জন্য- হাতে লেখা সবকিছু, অডিও ও ভিডিও ফাইল- সব। আমার কোনও কিছু যেন আমার মৃত্যুর পর পড়ে না থাকে। আমার ব্যবহার করা সব যন্ত্র, বাজনা সরঞ্জাম যেন ধ্বংস করা হয়। এর অন্যথা হবে আমার অপমান।

কবীর সুমন
২৩ অক্টোবর, ২০২০
১৯/জি, বৈষ্ণবঘাটা বাই লেন
কলকাতা-৭০০০৪৭।  

অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর