× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

নবীনগরে যুবদল নেতাদের বিরুদ্ধে পুলিশ মামলা, গ্রেপ্তার ২

বাংলারজমিন

নবীনগর (ব্রা‏হ্মণবাড়িয়া) প্রতিনিধি
২৪ অক্টোবর ২০২০, শনিবার

নবীনগরে যুবদল নেতাদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। শনিবার নবীনগর থানা পুলিশ বাদী হয়ে ২৩ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জন যুবদল নেতার বিরুদ্ধে মামলা করেছে। এ ঘটনায় নবীনগর যুবদল নেতা শামীম ও শাহিনকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গেছে, নবীনগর উপজেলা যুবদলের সাংগঠনিক কর্মকান্ড চাঙ্গা করতে উপজেলা যুবদলের আহবায়ক মফিজুর রহমান মুকুলের নেতৃত্বাধীন একটি গ্রুপ বিএনপির দলীয় কার্যালয়ে এবং উপজেলা যুবদলের এক নম্বর যুগ্ম আহবায়ক আশরাফ হোসেন রাজুর নেতৃত্বাধীন অপর গ্রুপ নবীনগর মহিলা কলেজে পৃথক দুটি সাংগঠনিক সভা আহবান করে। এনিয়ে উত্তেজনা দেখা দিলে বৃহষ্পতিবার রাতে যুবদলের কেন্দ্রীয় নেতারা স্থানীয় জেলা পরিষদ ডাকবাংলোয় দু-গ্রুপকে একত্র করে সভা করার বিষয়ে আলোচনা করেন। শুক্রবার সকালে উপজেলা যুবদলের সাংগঠনিক সভায় যোগ দিতে    বৃহস্পতিবার রাতে যুবদলের কুমিল্লা অঞ্চলের সাংগঠনিক টিমের দায়িত্বে থাকা যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জাকির হোসেন সিদ্দিকীর নেতৃত্বে ঢাকা থেকে একটি টিম নবীনগর পৌছায়। কিন্তু অনুমতি না নেয়ার অজুহাতে নবীনগর থানা পুলিশ শুক্রবার সভা করতে বাধা দেয়। পুলিশের বাধার পর যুবদলের  বিভক্ত নেতাকর্মীরা দিনভর ঘরোয়া বৈঠক শেষে বিকেলে পৌর এলাকার আলীয়াবাদ গ্রামে সাবেক বিএনপি নেতা মরহুম মদন মিয়া মেম্বারের বাড়িতে দুই গ্রুপ একত্রিত হয়ে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে সাংগঠনিক সভায় মিলিত হয়।
খবর পেয়ে  বিপুল সংখ্যক পুলিশ সেখানে উপস্থিত হয়ে ব্যাপক লাঠিচার্জ শুরু করে। মুহূর্তের মধ্যে সভায় অংশ নেয়া নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এসময়  পুলিশ ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় সেখানকার সব দোকানপাট বন্ধ হয়ে যায়। ধাওয়া পাল্টা ধাওয়া চলাকালে যুবদল নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়তে থাকে। এ ঘটনায় যুবদলের অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হন।
নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমীন বলেন, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর যুবদলের নেতাকর্মীরা পুলিশের উপর আক্রমণ করে এবং পুলিশের গাড়ি ভাঙচুর করে। এ সময় আমাদের তিন পুলিশ সদস্য আহত হয়। এই ঘটনায় থানায় মামলা করা হয়েছে।
এদিকে নবীনগর যুবদল নেতাদের ওপর পুলিশের লাঠিচার্জ ও গুলির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটি। শনিবার নবীনগর-ব্রাহ্মণবাড়িয়া সড়কে নবীনগর উপজেলা যুবদল বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ হোসেন রাজু, যুগ্ম আহবায়ক যথাক্রমে আসাদুজ্জামান দুলাল, তাজুল ইসলাম মনা, দেলোয়ার হোসেন সোহেল, নবীনগর উপজেলা ছাত্রদলের সদ্য বিদায়ী সভাপতি রাশেদুল হক কাজী সুমন, আনোয়ার হোসেন বাবুল,  হাসিবুল হাদিস শাহিন সহ শতাধিক নেতাকর্মী।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর